যেভাবে মা-বাবার হৃদয় জয় করবেন PDF বই – শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ
ডাউনলোড লিংক: https://boimate.com/jevabe-ma-babar-hridoy-joy-korben-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/jevabe-ma-babar-hridoy-joy-korben-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
যেভাবে মা-বাবার হৃদয় জয় করবেন PDF বই – শাইখ ইবরাহিম ইবনু সালেহ আল মাহমুদ ডাউনলোড লিংক: https://boimate.com/jevabe-ma-babar-hridoy-joy-korben-pdf/ t.me/boimatecom
যেভাবে মা-বাবার হৃদয় জয় করবেন বইটি লেখার সময় এমন একটি মুসলিম পরিবারের চিত্র আমার মাথায় ছিলো—যে পরিবারে সবাই ভালোবাসা ও সম্মানের সাথে, হৃদয়ে প্রশান্তি নিয়ে পরস্পর একসাথে বসবাস করে। এতে কোন সন্দেহ নেই যে, মা-বাবার প্রতি নমনীয় আচরন করা ও তাদের সেবা-যত্ন করা যেকোন মুসলিম সন্তানের জন্য বাধ্যতামূলক কর্তব্য। এ ব্যাপারে অজুহাতের কোন সুযোগ নেই। এতে একজন মুসলিম ব্যক্তি নিজেও মানসিক প্রশান্তি অর্জন করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে সন্তুষ্ট করার মাধ্যমে সে দুনিয়া ও আখিরাতেও উত্তম প্রতিদান লাভ করে।
https://boimate.com/jevabe-ma-babar-hridoy-joy-korben-pdf/
https://boimate.com/jevabe-ma-babar-hridoy-joy-korben-pdf/
সবুজ পাতার বন PDF বই – আব্দুল আযীয আত-তারীফী
ডাউনলোড লিংক: https://boimate.com/sobuj-patar-bon-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/sobuj-patar-bon-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
সবুজ পাতার বন PDF বই – আব্দুল আযীয আত-তারীফী ডাউনলোড লিংক: https://boimate.com/sobuj-patar-bon-pdf/ t.me/boimatecom
অসাধারণ একটি বই সবুজ পাতার বন। মন ছুয়ে যায়, হৃদয় প্রশান্ত হয়। বলে শেষ করা যাবে না।
আল্লাহর রাসূলকে একটা চমৎকার গুণ দেওয়া হয়েছিল -জাওয়ামি আল-কালাম -অর্থাৎ অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। যারা ইলমের সাথে প্রজ্ঞার মিশেলে ইলমের গভীর থেকে গভীরে গিয়ে মণি মুক্তা আহরণ করে তা ছড়িয়ে দিতে পারেন। যাদের মুখনিঃসৃত বাক্যগুলো শ্রোতার অন্তরে গিয়ে আঘাত করে, চিন্তার জগতে আলোড়ন তুলে দেয়। আমাদের এ যুগে রাসূলের সেই গুণটি যারা সংরক্ষণ করেছেন তাদের একজন শাইখ আবদুল আযীয আত-তারিফী। তাঁর কথাগুলো কুরআনে ভাষায় যেন সূরা ইবরাহীমের সেই 'একেকটি বৃক্ষ, সুদৃঢ় যার মূল, আকাশছোঁয়া তার শাখা-প্রশাখা ... আর আল্লাহ তাআলা মজবুত কথা দ্বারা মু'মিনদের মজবুতি দান করেন...'
আমরা শাইখের অমূল্য সেসব কথা দিয়ে একটি বন সাজিয়েছি, সবুজ পাতার বন। শাইখের হৃদয়ে শিহরণ জাগানো আর ঈমানে স্ফুলিঙ্গ জ্বালানো কথামালা এই বনের এক একটি বৃক্ষ। আছে সুশোভিত ডালপালা, ফলফলাদি আর ফুলের সুবাস। আকীদার বুনিয়াদি বিষয় থেকে শুরু করে আত্মশুদ্ধি, শাসক-শাসিতের প্রতি নসিহত, আলেমের মানহাজ থেকে শুরু করে সাধারণ মানুষের ধ্যান ধারণা, উম্মাহর দুর্দশা, পশ্চিমা আগ্রাসন, মডারেট ইসলামের মিথ্যে খোলস সব বিষয়েই প্রিয় শাইখের হৃদয় জাগানিয়া এবং শিহরণ জাগানো বাক্যের গাঁথনি যেন এই বাগানের একটি সুবজ পাতা।
https://boimate.com/sobuj-patar-bon-pdf/
আল্লাহর রাসূলকে একটা চমৎকার গুণ দেওয়া হয়েছিল -জাওয়ামি আল-কালাম -অর্থাৎ অল্প কথায় গভীর ভাব ব্যক্ত করার ক্ষমতা। যারা ইলমের সাথে প্রজ্ঞার মিশেলে ইলমের গভীর থেকে গভীরে গিয়ে মণি মুক্তা আহরণ করে তা ছড়িয়ে দিতে পারেন। যাদের মুখনিঃসৃত বাক্যগুলো শ্রোতার অন্তরে গিয়ে আঘাত করে, চিন্তার জগতে আলোড়ন তুলে দেয়। আমাদের এ যুগে রাসূলের সেই গুণটি যারা সংরক্ষণ করেছেন তাদের একজন শাইখ আবদুল আযীয আত-তারিফী। তাঁর কথাগুলো কুরআনে ভাষায় যেন সূরা ইবরাহীমের সেই 'একেকটি বৃক্ষ, সুদৃঢ় যার মূল, আকাশছোঁয়া তার শাখা-প্রশাখা ... আর আল্লাহ তাআলা মজবুত কথা দ্বারা মু'মিনদের মজবুতি দান করেন...'
আমরা শাইখের অমূল্য সেসব কথা দিয়ে একটি বন সাজিয়েছি, সবুজ পাতার বন। শাইখের হৃদয়ে শিহরণ জাগানো আর ঈমানে স্ফুলিঙ্গ জ্বালানো কথামালা এই বনের এক একটি বৃক্ষ। আছে সুশোভিত ডালপালা, ফলফলাদি আর ফুলের সুবাস। আকীদার বুনিয়াদি বিষয় থেকে শুরু করে আত্মশুদ্ধি, শাসক-শাসিতের প্রতি নসিহত, আলেমের মানহাজ থেকে শুরু করে সাধারণ মানুষের ধ্যান ধারণা, উম্মাহর দুর্দশা, পশ্চিমা আগ্রাসন, মডারেট ইসলামের মিথ্যে খোলস সব বিষয়েই প্রিয় শাইখের হৃদয় জাগানিয়া এবং শিহরণ জাগানো বাক্যের গাঁথনি যেন এই বাগানের একটি সুবজ পাতা।
https://boimate.com/sobuj-patar-bon-pdf/
বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ PDF বই – ড. হিশাম আল আওয়াদি
ডাউনলোড লিংক: https://boimate.com/be-smart-with-muhammad-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/be-smart-with-muhammad-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
বি স্মার্ট উইথ মুহাম্মাদ ﷺ PDF বই – ড. হিশাম আল আওয়াদি ডাউনলোড লিংক: https://boimate.com/be-smart-with-muhammad-pdf/ t.me/boimatecom
জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে রাসূল ﷺ এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাঁকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে। বইটিতে তাঁর নবী হওয়ার আগের জীবন বেশি গুরুত্ব পাবে। আমরা দেখব শিশুকাল থেকে কীভাবে তিনি নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলেছেন। টিনএজ বয়সের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছেন। তরুণ বয়সেই কীভাবে সমাজে নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সাধারণত জীবনীগ্রন্থগুলোতে যেভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, এখানে ইচ্ছে করেই সেগুলো সেভাবে বর্ণনা করা হয়নি। এই বইয়ে আমাদের ভাষা অনেকটা ঘরোয়া। অনেকটা সাদাসিধা। ইসলামি দৃষ্টিকোণ থেকে রাসূল ﷺ এর ব্যাপারে যেসব জীবনী লেখা হয়, সেগুলোর বেশিরভাগে দুটো জিনিস হামেশা পাওয়া যায়; রাসূলর ﷺ ৪০ বছরের পরের জীবন আর পাঠকদের মধ্যে তাঁর ব্যাপারে সম্ভ্রম জাগানো। কিন্তু এ ধরনের লেখনীতে তরুণ পাঠকেরা নিজেদের কমই খুঁজে পায়।
বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১) কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, রাসূল ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, রাসূল ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ।
https://boimate.com/be-smart-with-muhammad-pdf/
বইগুলোতে তাঁকে এতটাই নিখুঁত পুরুষ হিসেবে তুলে ধরা হয় যে, অনুকরণীয় আদর্শ হিসেবে তাঁকে গ্রহণ করতে বেগ পেতে হয়। তরুণরা অনেক সময়ই তাদের জীবন ঘনিষ্ঠ সংকটের সাথে রাসূল ﷺ জীবনী মিলিয়ে নিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামীন খুব স্পষ্ট করে বলেছেন, ‘আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য আছে ভালো ভালো উদাহরণ।’ (৩৩:২১) কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, রাসূল ﷺ এর সাথে মুসলিমদের সম্পর্ক যতটা কাছের হওয়া উচিত, ততটা হয় না। শিশুরা কখনো কল্পনাও করতে পারে না তাদের প্রিয় রাসূল ﷺ একসময় তাদের মতোই শিশু ছিলেন। তিনি খেলেছেন, দৌড়াদৌড়ি করেছেন। টিনএজাররা কখনো ভাবেই না যে, তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হয়ে দিন পার করছে, রাসূল ﷺ কে ঠিক এমনই কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আমাদের তরুণরা জানে না কীভাবে তিনি পরিবর্তনের সাথে খাপ খেয়ে নিয়েছেন, কীভাবে তিনি অচলবস্থার নিরসন করেছেন। এই বইয়ে শিশু মুহাম্মাদ, কৈশোরের মুহাম্মাদ এবং নবুওয়তের আগের যুবক মুহাম্মাদকে দেখবেন ইনশাআল্লাহ।
https://boimate.com/be-smart-with-muhammad-pdf/
বড়দের ছেলেবেলা PDF বই – মাওলানা মুহাম্মদ আসলাম শেখপুরী
ডাউনলোড লিংক: https://boimate.com/boroder-chelebela-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/boroder-chelebela-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
বড়দের ছেলেবেলা PDF বই – মাওলানা মুহাম্মদ আসলাম শেখপুরী ডাউনলোড লিংক: https://boimate.com/boroder-chelebela-pdf/ t.me/boimatecom
প্রায়ই পত্র পত্রিকায় ফিচার ছাপা হয় অমুক অমুক তারকার ছোটবেলার কাহিনী নিয়ে। সেসব নিয়ে আমাদের সে কি কৌতূহল, উত্তেজনা। কিন্তু মুসলিম হিসেবে আজ আমরা আমাদের তারকাদের বলতে গেলে চিনিই না। আমাদের আলেমরা, এই উম্মাহর ইলমের ধারক ও বাহকরা, এই উম্মাহর জন্য যারা কাজ করেছেন তাদের ছেলেবেলা কেমন ছিল? তাদের ইলম অর্জন কতটা ত্যাগের ছিল? সেসব গল্প নিয়েই মাওলানা আসলাম শেখপুরীর এই কিতাব। আলেমদের সেসব ঘটনা এতই হৃদয়গ্রাহী যে তা নিশ্চিতভাবেই আমাদের অন্তরকে আন্দোলিত করবে এবং আমাদের জীবনকে নতুন উদ্যমে শুরু করার প্রেরণা জোগাবে ইনশাআল্লাহ
https://boimate.com/boroder-chelebela-pdf/
https://boimate.com/boroder-chelebela-pdf/
সিসাঢালা প্রাচীর PDF বই – ইমাম ইবনু আবিদ দুনইয়া (শর্ট পিডিএফ)
ডাউনলোড লিংক: https://boimate.com/shisha-dhala-prachir-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/shisha-dhala-prachir-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
সিসাঢালা প্রাচীর PDF বই – ইমাম ইবনু আবিদ দুনইয়া (শর্ট পিডিএফ) ডাউনলোড লিংক: https://boimate.com/shisha-dhala-prachir-pdf/ t.me/boimatecom
মুসলিম উম্মাহ হলো একটি দেহের মতো। আফ্রিকার অধিবাসী কোনো মুসলিম যদি সাহায্যের জন্যে হাত বাড়ায়, তবে ভারতবর্ষে বসেও একজন মুসলিম সে আহ্বানে সাড়া দেয়। আটলান্টিকের এক অজানা স্থান থেকেও যদি কোনো মুমিনের আর্তচিৎকার ভেসে আসে, তবে পুরো মুসলিমজাতি তাতে পেরেশান হয়ে যায়। যেমনিভাবে একজন মুসলিম রমণীর জন্যে সতেরো হাজার সাদা-কালো ঘোড়া নিয়ে ছুটে গিয়েছিলেন খলিফা মু’তাসিম, তেমনিভাবে ওই মুসলিমকে সাহায্য করার জন্য ছুটে যায় তারা। এটাই ইসলামি ভ্রাতৃত্ববোধ। এটাই ঈমানি দায়িত্ব। এভাবেই মুমিনরা একতাবদ্ধ হয়ে গড়ে তোলে সিসাঢালা প্রাচীর। যে প্রাচীর কখনও পরাভূত হয় না। ক্ষয়ে যায় না। শত্রুর প্রবল আঘাতেও এ প্রাচীর গুঁড়িয়ে যায় না। ঠায় দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে।
ভ্রাতৃত্বের ওপর রচিত বক্ষ্যমাণ গ্রন্থটি ইতিহাসের সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলোর একটি। জগদ্বিখ্যাত ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এতে ভ্রাতৃত্ব বিষয়ক নবীজির হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তিগুলো সংকলন করেছেন।
https://boimate.com/shisha-dhala-prachir-pdf/
ভ্রাতৃত্বের ওপর রচিত বক্ষ্যমাণ গ্রন্থটি ইতিহাসের সবচেয়ে প্রাচীন গ্রন্থগুলোর একটি। জগদ্বিখ্যাত ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এতে ভ্রাতৃত্ব বিষয়ক নবীজির হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তিগুলো সংকলন করেছেন।
https://boimate.com/shisha-dhala-prachir-pdf/
তাবিয়িদের চোখে দুনিয়া PDF বই – ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ.
ডাউনলোড লিংক: https://boimate.com/tabiyider-chokhe-dunia-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/tabiyider-chokhe-dunia-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
তাবিয়িদের চোখে দুনিয়া PDF বই – ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. ডাউনলোড লিংক: https://boimate.com/tabiyider-chokhe-dunia-pdf/ t.me/boimatecom
প্রথম তিন প্রজন্ম (সালফে সালেহীনগণ) দুনিয়াকে যেভাবে দেখেছেন, সেটাই ছিল সঠিক দৃষ্টিভঙ্গি। একজন মুসলিম যতক্ষণ পর্যন্ত তাঁদের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে এই দুনিয়াকে দেখবে, ততক্ষণ যে নিরাপদ থাকবে। কিন্তু যখন তার দৃষ্টি পাশ্চাত্যের দিকে, অবিশ্বাসীদের দিকে কিংবা নিজ প্রবৃত্তির দিকে ঝুঁকে যাবে, তখন সে বিপদের সম্মুখীন হবে। তার দুনিয়াও বরবাদ হবে, আর আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে।
তাই দুনিয়ার ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি কোনটা, সে বিষয়ে জ্ঞান রাখাটা জরুরি। ইমাম আহমাদ বিন হাম্বাল তাঁর “কিতাবুয যুহ্দ” গ্রন্থে দুনিয়ার ব্যাপারে সালফে সালেহীনদের দৃষ্টিভঙ্গি কী ছিল, তা নিয়ে আলোচনা করেছেন। নিঃসন্দেহে কিতাবটি মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। কিন্তু দুঃখজন হলেও সত্যি, কিতাবটির বাংলা কিংবা ইংরেজি অনুবাদ এত বছরেও প্রকাশিত হয়নি।
দুনিয়ার ব্যাপারে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া দরকার, সে বিষয়টা মাথায় রেখেই “মাকতাবাতুল বায়ান” বইটি বাংলায় অনুবাদ করার সিদ্ধান্ত নেয়। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই বইটির দু-খণ্ড “রাসূলের চোখে দুনিয়া” ও “সাহাবিদের চোখে দুনিয়া” নামে প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় কিতাবটির শেষ খণ্ড ‘তাবিয়িদের চোখে দুনিয়া।’
https://boimate.com/tabiyider-chokhe-dunia-pdf/
তাই দুনিয়ার ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি কোনটা, সে বিষয়ে জ্ঞান রাখাটা জরুরি। ইমাম আহমাদ বিন হাম্বাল তাঁর “কিতাবুয যুহ্দ” গ্রন্থে দুনিয়ার ব্যাপারে সালফে সালেহীনদের দৃষ্টিভঙ্গি কী ছিল, তা নিয়ে আলোচনা করেছেন। নিঃসন্দেহে কিতাবটি মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ। কিন্তু দুঃখজন হলেও সত্যি, কিতাবটির বাংলা কিংবা ইংরেজি অনুবাদ এত বছরেও প্রকাশিত হয়নি।
দুনিয়ার ব্যাপারে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া দরকার, সে বিষয়টা মাথায় রেখেই “মাকতাবাতুল বায়ান” বইটি বাংলায় অনুবাদ করার সিদ্ধান্ত নেয়। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই বইটির দু-খণ্ড “রাসূলের চোখে দুনিয়া” ও “সাহাবিদের চোখে দুনিয়া” নামে প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় কিতাবটির শেষ খণ্ড ‘তাবিয়িদের চোখে দুনিয়া।’
https://boimate.com/tabiyider-chokhe-dunia-pdf/
অ্যা লেটার টু অ্যাথিইস্ট PDF বই – মুগনিউর রহমান তাবরীজ
ডাউনলোড লিংক: https://boimate.com/a-latter-to-athiest-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/a-latter-to-athiest-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
অ্যা লেটার টু অ্যাথিইস্ট PDF বই – মুগনিউর রহমান তাবরীজ ডাউনলোড লিংক: https://boimate.com/a-latter-to-athiest-pdf/ t.me/boimatecom
সমাজ বিজ্ঞানের মোড়কে ‘বস্তুবাদ’ গিলতে গিলতে, জীব বিজ্ঞানের মোড়কে ‘বিবর্তনবাদ’ লজেন্স চুষতে চুষতে হতাশার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভাবতে থাকি ‘মার্ক্সবাদ’ কিংবা ‘লেলিনবাদ’-ই তাহলে একমাত্র আশা। এই সুযোগে ডেভিড হিউম এসে কানে কানে বলে যায়, ‘আরে ধুর! স্রষ্টা কী, আর ধর্মই বা কী? বাদ দাও তো বাপু! এসবের ভিত্তি আছে নাকি? এসো তোমাকে সত্যের পথ দেখাচ্ছি।’ ব্যাস, আমরাও চোখ বন্ধ করে আরাদ্ধ পথ হাতড়ে বেড়াই।
এই হলো জাহেলিয়াতের রূপ। রূপ দেখলেও তার স্বরুপ দেখেছেন কখনও? সময় করে একটু ঘুরে আসুন মুহাম্মাদ আসাদের ‘ইসলাম এ্যাট দ্যা ক্রস রোডস’, স্যামুয়েল পি হান্টিংটনের ‘দ্যা ক্লাশ অব সিভিলাইজেশন’ কিংবা প্যাট্রিক গ্লাইনের ‘গড় দ্য এভিডিয়েন্স’-এ। আপনি এসবে দেখবেন ঈশ্বরের নামে বানানো মানুষের তৈরি মূর্তি আর ধর্মগ্রন্থের নামে বানানো মানুষের নানান মিথলোজির সাথে বিজ্ঞানের তুমুল ঝগড়াতে নাস্তিক্যবাদের জন্ম হয়েছে। সে ঝগড়ায় ইসলাম ছিল অনুপস্থিত।
কিন্তু হাল জামানার নাস্তিকতা মানেই ইসলাম বিরোধীতা। কারন, নাস্তিক্যবাদের মূলে কুঠারাঘাত করেছে আল ইসলাম। তারা আপনাকে জোর করে বুঝাতে চায়, মানুষের বানানো মূর্তির মতো আল্লাহ্ তায়ালাও একজন ভিত্তিহীন কল্পিত স্রষ্টা, মিথ-পুরাণের মতো কুরআনও মানুষের লিখা মিথ; যেখানে অনেক ভুল। সাড়ে চৌদ্দশত বছর আগে মুহাম্মাদ নামের এক আরবের মনগড়া মতবাদ ইসলাম আজকের দুনিয়ায় বড্ড সেকেলে, অচল জীবন দর্শন।
সত্যই কি তাই?
না, কক্ষনো না। চলুন একবার ঘুরে আসি স্রষ্টা, কুরআন, ইসলাম আর নাস্তিক্যবাদের সংঘাত জগতে।
https://boimate.com/a-latter-to-athiest-pdf/
এই হলো জাহেলিয়াতের রূপ। রূপ দেখলেও তার স্বরুপ দেখেছেন কখনও? সময় করে একটু ঘুরে আসুন মুহাম্মাদ আসাদের ‘ইসলাম এ্যাট দ্যা ক্রস রোডস’, স্যামুয়েল পি হান্টিংটনের ‘দ্যা ক্লাশ অব সিভিলাইজেশন’ কিংবা প্যাট্রিক গ্লাইনের ‘গড় দ্য এভিডিয়েন্স’-এ। আপনি এসবে দেখবেন ঈশ্বরের নামে বানানো মানুষের তৈরি মূর্তি আর ধর্মগ্রন্থের নামে বানানো মানুষের নানান মিথলোজির সাথে বিজ্ঞানের তুমুল ঝগড়াতে নাস্তিক্যবাদের জন্ম হয়েছে। সে ঝগড়ায় ইসলাম ছিল অনুপস্থিত।
কিন্তু হাল জামানার নাস্তিকতা মানেই ইসলাম বিরোধীতা। কারন, নাস্তিক্যবাদের মূলে কুঠারাঘাত করেছে আল ইসলাম। তারা আপনাকে জোর করে বুঝাতে চায়, মানুষের বানানো মূর্তির মতো আল্লাহ্ তায়ালাও একজন ভিত্তিহীন কল্পিত স্রষ্টা, মিথ-পুরাণের মতো কুরআনও মানুষের লিখা মিথ; যেখানে অনেক ভুল। সাড়ে চৌদ্দশত বছর আগে মুহাম্মাদ নামের এক আরবের মনগড়া মতবাদ ইসলাম আজকের দুনিয়ায় বড্ড সেকেলে, অচল জীবন দর্শন।
সত্যই কি তাই?
না, কক্ষনো না। চলুন একবার ঘুরে আসি স্রষ্টা, কুরআন, ইসলাম আর নাস্তিক্যবাদের সংঘাত জগতে।
https://boimate.com/a-latter-to-athiest-pdf/
এখনই ফিরে এসো PDF বই – ড. ইবনে আবদুর রহমান আরিফী
ডাউনলোড লিংক: https://boimate.com/ekhoni-fire-eso-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/ekhoni-fire-eso-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
এখনই ফিরে এসো PDF বই – ড. ইবনে আবদুর রহমান আরিফী ডাউনলোড লিংক: https://boimate.com/ekhoni-fire-eso-pdf/ t.me/boimatecom
আমি গাড়িতে করে মক্কায় যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল। আমি আমার গাড়ি থামিয়ে দ্রুত দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে গেলাম। উঁকি দিয়ে ভিতরে দেখলাম। আমার হার্টবিট দ্রুত বাড়তে থাকল। ফুঁপিয়ে কেঁদে উঠলাম। ভিতরের দৃশ্য ভয়াবহ। গাড়ির ড্রাইভার স্টিয়ারিংয়ের সাথে লেগে আছে। শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করে আছে। তার চেহারা ছিল আলোকদীপ্ত। যেন এক টুকরো পূর্ণিমার চাঁদ। ছোট্ট মেয়েটি তার পিঠের সঙ্গে লেপ্টে আছে। দু’ হাতে বাবার গলা জড়িয়ে রেখেছে। বাবা-মেয়ে উভয়েই এই পৃথিবীকে ‘আল বিদা’ জানিয়ে ঊর্ধ্বজগতে চলে গেছে।
হঠাৎ কেউ চিৎকার করে উঠল- পিছনের সিটে নারী ও শিশু আছে!…’
এভাবেই ঊর্ধ্বজগতে চলে গেল আহমাদ ও তার ছোট্ট মেয়ে। আমরাও সবাই চলে যাব একদিন। চলে যেতেই হবে। উলটে দেখুন এ বইয়ের ভিতরের পাতাগুলো। জানতে পারবেন ঊর্ধ্বজগতের যাত্রীদের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও সংবাদ। হতে পারে আকস্মিক যাত্রার পূর্বেই কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
https://boimate.com/ekhoni-fire-eso-pdf/
হঠাৎ কেউ চিৎকার করে উঠল- পিছনের সিটে নারী ও শিশু আছে!…’
এভাবেই ঊর্ধ্বজগতে চলে গেল আহমাদ ও তার ছোট্ট মেয়ে। আমরাও সবাই চলে যাব একদিন। চলে যেতেই হবে। উলটে দেখুন এ বইয়ের ভিতরের পাতাগুলো। জানতে পারবেন ঊর্ধ্বজগতের যাত্রীদের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও সংবাদ। হতে পারে আকস্মিক যাত্রার পূর্বেই কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।
https://boimate.com/ekhoni-fire-eso-pdf/
পুণ্যময় আখেরাত PDF বই – শাইখ খালিদ আর-রাশিদ
ডাউনলোড লিংক: https://boimate.com/punnomoy-akherat-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/punnomoy-akherat-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
পুণ্যময় আখেরাত PDF বই – শাইখ খালিদ আর-রাশিদ ডাউনলোড লিংক: https://boimate.com/punnomoy-akherat-pdf/ t.me/boimatecom
আমার অশান্ত হৃদয় ক্রন্দন করে দুনিয়ার জন্য অথচ আমি জানি প্রগাঢ় শান্তি হলো দুনিয়াকে ত্যাগ করার মাঝে। মৃত্যুর পর আমার বাসগৃহ হবে সেটি যা আমি নির্মাণ করেছি মৃত্যুর পূর্বে । আমল যদি ভালো হয় তাহলে বাসগৃহ হবে সুন্দর। নচেৎ বাসস্থান হবে নিকৃষ্ট ও ভয়ংকর।
’আল্লাহ তায়ালা আখেরাতে বান্দার সাথে তেমনই আচরণ করবেন যেমনটি বান্দা দুনিয়াতে অর্জন করেছে। আখেরাতের বাসস্থান তেমনি হবে যেমনটি দুনিয়াতে নির্মাণ করেছে। যদি আল্লাহর আনুগত্য ও নেক আমলের মাধ্যমে উত্তম গৃহ নির্মাণ করে তাহলে বাসস্থান হবে আরামদায়ক ও প্রশান্তিঘেরা। আর যদি অবাধ্যতা ও গোনাহ করে তাহলে বাসস্থান হবে নিকৃষ্ট। তার ঠিকানা হবে জাহান্নাম। পুণ্যময় আখেরাতের জন্য প্রয়োজন আল্লাহর আনুগত্য করা। তার সকল আদেশ-নিষেধ মেনে চলা।
https://boimate.com/punnomoy-akherat-pdf/
’আল্লাহ তায়ালা আখেরাতে বান্দার সাথে তেমনই আচরণ করবেন যেমনটি বান্দা দুনিয়াতে অর্জন করেছে। আখেরাতের বাসস্থান তেমনি হবে যেমনটি দুনিয়াতে নির্মাণ করেছে। যদি আল্লাহর আনুগত্য ও নেক আমলের মাধ্যমে উত্তম গৃহ নির্মাণ করে তাহলে বাসস্থান হবে আরামদায়ক ও প্রশান্তিঘেরা। আর যদি অবাধ্যতা ও গোনাহ করে তাহলে বাসস্থান হবে নিকৃষ্ট। তার ঠিকানা হবে জাহান্নাম। পুণ্যময় আখেরাতের জন্য প্রয়োজন আল্লাহর আনুগত্য করা। তার সকল আদেশ-নিষেধ মেনে চলা।
https://boimate.com/punnomoy-akherat-pdf/
অন্তিম মুহূর্ত PDF বই – আবদুল মালিক আল কাসিম
ডাউনলোড লিংক: https://boimate.com/ontim-muhurto-pdf/
t.me/boimatecom
ডাউনলোড লিংক: https://boimate.com/ontim-muhurto-pdf/
t.me/boimatecom
BoiMate.Com
অন্তিম মুহূর্ত PDF বই – আবদুল মালিক আল কাসিম ডাউনলোড লিংক: https://boimate.com/ontim-muhurto-pdf/ t.me/boimatecom
‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।’ পবিত্র কুরআনের এ আয়াতটি আমরা প্রায় সকলেই মুখস্থ পারি, কিংবা এর অর্থটুকু হলেও জানি। কিন্তু কতটুকু আমরা মৃত্যুর মর্ম অনুধাবন করি? মৃত্যু নিয়ে কি আদৌ আমরা ভাবি? কিন্তু একটা সময় আসবে, যখন আমাদের মৃত্যু নিয়ে ভাবতে হবে; ভাবতে হবে মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে। সে জীবনে নিজের অবস্থা কেমন হবে—এমন সকল প্রশ্ন নিয়ে আমরা ভাবব; ভাবতে বাধ্য হবো। সে সময়টাই আমাদের এ জীবনের অন্তিম মুহূর্ত।
এ দুনিয়া থেকে যতজন বিদায় নিয়েছে, সবাইকে অন্তিম মুহূর্তের কষ্ট-যন্ত্রণা সয়ে যেতে হয়েছে। নবি-রাসুল আলাহিমুস সালাম-এর জন্যও কষ্ট-যন্ত্রণার এ অন্তিম মুহূর্তটি এসেছিল। এসেছিল সালাফে সালেহিনের জীবনেও। জীবন সায়াহ্নে আসা সে সময়টা নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন, নবি-রাসুল ও সালাফে সালেহিনের শেষ সময়ের চিত্রগুলো উঠে এসেছে ‘অন্তিম মুহূর্ত’ বইটিতে। এটি শাইখ আব্দুল মালিক আল-কাসিমের الأنفاس الأخيرة গ্রন্থের সরল অনুবাদ।
https://boimate.com/ontim-muhurto-pdf/
এ দুনিয়া থেকে যতজন বিদায় নিয়েছে, সবাইকে অন্তিম মুহূর্তের কষ্ট-যন্ত্রণা সয়ে যেতে হয়েছে। নবি-রাসুল আলাহিমুস সালাম-এর জন্যও কষ্ট-যন্ত্রণার এ অন্তিম মুহূর্তটি এসেছিল। এসেছিল সালাফে সালেহিনের জীবনেও। জীবন সায়াহ্নে আসা সে সময়টা নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন, নবি-রাসুল ও সালাফে সালেহিনের শেষ সময়ের চিত্রগুলো উঠে এসেছে ‘অন্তিম মুহূর্ত’ বইটিতে। এটি শাইখ আব্দুল মালিক আল-কাসিমের الأنفاس الأخيرة গ্রন্থের সরল অনুবাদ।
https://boimate.com/ontim-muhurto-pdf/