APURBO PHYSICS
14.6K subscribers
1.13K photos
93 videos
2 files
187 links
যেকোনো আপডেট পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল এ।
Download Telegram
Channel created
Channel photo updated
যেকোনো আপডেট পেতে যুক্ত হয়ে যাও অপূর্ব ফিজিক্স এর টেলিগ্রাম চ্যানেল এ।
80🗿13🔥3👏3🤯3
174🔥31❤‍🔥13🗿10👍9
হ্যালো! বাচ্চা কাচ্চারা।

এখন থেকে তোমাদের অপূর্ব ফিজিক্স এর সকল আপডেট এবং একাডেমিক ও এডমিশন এর যেকোনো ইনফরমেশন সাথে সাথে এই চ্যানেল এ পেয়ে যাবা।
তাই দেরি না করে বন্ধুদের ইনভাইট দিয়ে দাও।
🔥5237👍11🦄7🤷‍♂2
HSC 26
ব্যাচের পদার্থবিজ্ঞান কোর্সের আপডেট ( For Cycle 01)

🗓️30-08-2024

Class Time : Sun, Tues, Thursday, -10 pm

Course Link : https://aparsclassroom.com/shop/b2m26/

♻️ Cycle 1 :

Running

🔸 ভেক্টর ( Mashrur ভাইয়া)

Live Class : 16

🔸 গতিবিদ্যা ( Apurbo দাদা)

Live Class : 01

Completed :

পাঠ প্রস্তুতি পর্ব ( Apurbo দাদা)
Live Class : 06
ক্যালকুলেটর ট্রিকস (Apar ভাইয়া)
Live Class :01
ভৌত জগত ও পরিমাপ (Apar ভাইয়া)
Live Class : 01

♻️ Archive Class :

▫️ভৌতজগত ও পরিমাপ ( Apurbo দাদা )
Class :06

ভেক্টর ( Apurbo দাদা )
Class : 20

▫️গতিবিদ্যা ( Apar ভাইয়া)
Class :15
15👍6🤯3🔥1😱1
ACS Medical কোর্স নিয়ে যত প্রশ্ন :

🔵ACS এর মেডিকেল কোর্স দিয়ে কি সব কিছু কভার হবে?
জি এই একটা কোর্স দিয়ে ইনশাআল্লাহ সব কভার হয়ে যাবে। এমনকি গ্রুপ সাবজেক্ট এর পাশাপাশি জিকে ইংলিশ ও।

🔵এইটা কি একাডেমিক কোর্সের মত সাইকেল ভিত্তিক?
না এইটা সাইকেল ভিত্তিক না এইটা কোর্সে সব সাবজেক্ট পড়ানো হবে।

🔵এই কোর্সের প্রাইজ কত?
এই কোর্সে প্রাইজ ৫০০০টাকা।

🔵এই কোর্স কখন শুরু হয়েছে?
এই কোর্স HSC পরীক্ষা শুরু হওয়ার আগেই ক্লাস শুরু হয়েছিল। মাঝখানে hsc এর জন্য অফ ছিল। এখন আবার ১ সেপ্টেম্বর’'২৪ থেকে আবার শুরু হবে। অর্থাৎ কোর্সটি ২টা পর্যায়ে/পেইজে হচ্ছে।

🔵HSC এর আগে/পেইজ ১ এ কয়টা চেপ্টার পড়ানো হয়েছে?
পেইজ ১ এ টোটাল ৮টা চেপ্টার এবং জিকে ইংলিশ এর কয়েকটা টপিক পড়ানো হয়েছে।

🔵ক্লাস গুলো কি আর করানো হবে না?
না ক্লাস গুলো আর করানো হবে না। পরে রিভিশন করিয়ে দেওয়া হবে।

🔵তাহলে আমরা যারা পরে ভর্তি হচ্ছি তারা ক্লাস গুলো কোথায় পাব?
ক্লাস গুলো ওয়েবে এবং ফেইসবুক গ্রুপে রেকর্ডেড রয়েছে। ওখান থেকে ক্লাস গুলো তুমি রেকর্ডড করে নিতে পারবা

🔵এই কোর্সে ভর্তি হলে কি কোন বই পাব?
না, এই কোর্সে ভর্তি হলে কোন বই পাবা না। এই কোর্সে তোমাকে ক্লাসের লেকচার শীট, প্র‍্যাক্টিস শীট, পিডিএফ দেওয়া হবে।

🔵এই কোর্সে ভর্তি হলে কি অফলাইনে পরীক্ষা/Achieve এ দিতে পারবো?
না, এই কোর্সের পরীক্ষা এক্সাম সাইটে হবে। অফলাইনের জন্য আলাদা ভাবে ভর্তি হওয়া লাগবে।

🔵পুনরায় ক্লাস কবে শুরু হবে?
ক্লাস আবার ১সেপ্টেম্বর, ২৪ এ শুরু হবে।অর্থাৎ আগামীকাল।

🔵টিচার প্যানেলে কে কে আছেন?
বায়োলজি - রাজীব ভাইয়া, শ্রুভ্র ভাইয়া, তোফায়েল ভাইয়া
ফিজিক্স - অপার ভাইয়া, মাশরুর ভাইয়া,মাকসুদ ভাইয়া।
কেমিস্ট্রি - সাকিব ভাইয়া, সঞ্জয় দাদা,তাহমিদ ভাইয়া

🔵এক চেপ্টারে কি শুধু বইয়ের উপর ক্লাস? কোন টপিক না বুঝলে তার উপর কোন ক্লাস নেওয়া হবে না?
ক্লাস ২টা পর্যায়ে হয়। প্রথমে চেপ্টারের ভাইয়া পড়িয়ে দেন এরপর কোন ডাউট থাকলে তার উপর Completion class থাকে।

🔵এই কোর্সে শর্ট সিলেবাস পড়ানো হবে নাকি ফুল সিলেবাস?
এ কোর্সে ফুল সিলেবাস শেষ করা হবে।

🔵এই কোর্স কতদিন চলবে?
মেডিকেল পরীক্ষা না হওয়া পর্যন্ত।

🔵ক্লাস রুটিনটি কোথায় পাব?
কমেন্ট বক্সে দেওয়া আছে কাইন্ডলি চেক করে নাও।

🔵এই কোর্সে কি কোন পরীক্ষা হয়?
জি এই কোর্সে চেপ্টার শেষ হলে চেপ্টার ওয়াইজ পরীক্ষা হবে বা হয়।

🔵এইটা কখন কিনা যাবে?
তুমি চাইলে যেকোন সময় কিনতে পারবা?

🔵আমার যদি কোন সমস্যা থাকে তাহলে তা কেমনে জানতে পারব?
কোন বিষয় নিয়ে সমস্যা থাকলে তুমি ডিসকার্শন গ্রুপে পোষ্ট করতে পারবা।ওখানে সমাধান পাবা।এই ছাড় লাইভ ক্লাসে কমেন্ট করে ভাইয়াদের জানাতে পারবা।ভাইয়ারা প্রায় গাইডলাইন ক্লাস নেয়/পোষ্ট ওখানে ও জানাতে পারবা।

🔵সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কোন কোর্স আছে?
না আলাদা কোন কোর্স নেয়। এই কোর্সে সবার একসাথে প্রস্তুতি কভার হবে।

🔵তাহলে সেকেন্ড টাইমাররা এক্সটা কেয়ার পাবে?
জী অবশ্যই তাদের আরো বিশেষ যত্ন নেওয়া হবে। যেমন এত দিন ক্লাস অফ ছিল তখন সেকেন্ড টাইমারদের পরীক্ষা নেওয়া হয়েছিল।

🔵কিভাবে ভর্তি হব?
কোর্স লিংক কমেন্টে দিয়ে দিব ওখান থেকে নিতে পারবা।

📝জাহিদ হাসান
23👍15😱2🥰1
Physics B2M 25 Course Update

🗓️ ৩১-০৮-২০২৪

*প্রত্যেক অধ্যায় শেষ হলে প্রতি অধ্যায় এর উপর ইমন ভাইয়া রিক্যাপ ক্লাস নিয়ে থাকেন*

💢 Cycle 1 ( Enrollment on )

◼️ ভৌত জগৎ ও পরিমান;
▪️লাইভ ক্লাস ৬টি (অপুর্ব দাদা) - Completed
🔹 ডাউট সলভ -১ টি ক্লাস

◼️ ভেক্টর;
🔺 লাইভ ক্লাস ২০টি (অপূর্ব দাদা)- Completed
🔹রিক্যাপ ক্লাস ১ (ইমন ভাইয়া)
🔸আর্কাইভ ক্লাস ১৭টি (অপার ভাইয়া)

◼️ গতিবিদ্যা;
▪️লাইভ ক্লাস ১৫ টি (অপার ভাইয়া) - Completed
🔸আর্কাইভ ক্লাস;
১০টি (অপার ভাইয়া)
১৬টি (অপূর্ব দাদা)(হোয়াট বোর্ড)


💢 Cycle 02 ( Enrollment on)

◼️ নিউটনীয় বলবিদ্যা;
▪️লাইভ ক্লাস ২৪টি (অপূর্ব দাদা) - Completed
🔸আর্কাইভ ক্লাস ০৯টি (অপার ভাইয়া)

◼️ কাজ ক্ষমতা ও শক্তি;
▪️লাইভ ক্লাস ১২ টি ( মাশরুর ভাইয়া ) - Completed
🔸আর্কাইভ ক্লাস:
১০টি ( অপূর্ব দাদা- White Board)
১০টি (অফলাইন ক্লাস অপূর্ব দাদা)

📍Mega Exam - 09-09-2024

◼️ মহাকর্ষ ও অভিকর্ষ;
▪️লাইভ ক্লাস ১০টি (অপার ভাইয়া) - Completed
🔸আর্কাইভ ক্লাস ০৯টি (অপার ভাইয়া)

◼️ পদার্থের গাঠনিক ধর্ম;
▪️লাইভ ক্লাস ০৬ (মাশরুর ভাইয়া) - Running 🔛⬅️
🔸আর্কাইভ ০৮টি (অপূর্ব দাদা)


💢 Cycle 03 ( Enrollment on)

১ম পত্র:
◼️ পর্যাবৃত্ত গতি;
▪️লাইভ ক্লাস ০৫ টি (অপার ভাইয়া) - Completed
🔸আর্কাইভ ক্লাস ০৯টি (অপার ভাইয়া)

◼️ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব;
▪️লাইভ ক্লাস ১৩ টি (মাশরুর ভাইয়া) - Completed
🔸আর্কাইভ ক্লাস ০৯টি (অপূর্ব দাদা)

২য় পত্র;
◼️ ভৌত আলোকবিজ্ঞান;
🔸আর্কাইভ ক্লাস ০৮টি (অপার ভাইয়া)


💢Cycle 04 ( Enrollment on)

◼️ তাপ-গতিবিদ্যা;
▪️লাইভ ক্লাস ১৪টি (অপার ভাইয়া) - Completed
🔸আর্কাইভ ক্লাস ১৫টি (অপার ভাইয়া)

◼️চল তড়িৎ;
▪️লাইভ ক্লাস ১৭ টি ( অপূর্ব দাদা ) - Completed
🔸আর্কাইভ ক্লাস ১১টি (অপার ভাইয়া)

◼️ স্থির তড়িৎ;
▪️লাইভ ক্লাস ২০ টি (অপূর্ব দাদা) - Completed
🔸আর্কাইভ ক্লাস ২৩টি - অপূর্ব দাদা (হোয়াইট বোর্ড)

📍Mega Exam - 02-09-2024

💢 Cycle 06 (Enrollment on)

◼️ আধুনিক পদার্থবিজ্ঞান;
🔸আর্কাইভ ক্লাস ১০টি (অপার ভাইয়া)

◼️ পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান;
🔸আর্কাইভ ক্লাস ০৯টি (অপূর্ব দাদা)

◼️ সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স;
🔸আর্কাইভ ক্লাস ০৮টি ( অপূর্ব দাদা)
45👍31🔥3😁3🤣1
ইঞ্জিনিয়ারিং ৪ সহোদর
কুয়েট-চুয়েট-ডুয়েট-রুয়েটের আজ শুভ জন্মদিন; চার ভাইয়ের জন্ম ৪ ইঞ্জিনিয়ারিং কলেজ ও BIT থেকে।

চুয়েট, কুয়েট, রুয়েট ও ডুয়েটের জন্ম কথা

▪️চুয়েটের জন্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম প্রকৌশল মহাবিদ্যালয় বা চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। এরপর স্বাধীনতার পর এটিকে বুয়েটের অধিভুক্ত করা হয় এবং বাংলাদেশ প্রযুক্তি ইন্সটিটিউট, চট্টগ্রাম (BIT) নামকরন করা হয়।

▪️কুয়েট ও রুয়েটের জন্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদভুক্ত ২ টি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে। এর মধ্যে কুয়েটের যাত্রা শুরু হয় খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এবং রুয়েটের যাত্রা শুরু হয় রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় বা রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে। এরপর স্বাধীনতার পর দুটিকে বুয়েটের অধিভুক্ত করা হয় এবং যথাক্রমে বাংলাদেশ প্রযুক্তি ইন্সটিটিউট, খুলনা (BIT) এবং বাংলাদেশ প্রযুক্তি ইন্সটিটিউট, রাজশাহী (BIT) নামকরণ করা হয়।

▪️ডুয়েটের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদভুক্ত কলেজ অব ইঞ্জিনিয়ারিং হিসেবে। এরপর এটার নাম পরিবর্তন করে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয়। এরপর স্বাধীনতার পর এটিকে বুয়েটের অধিভুক্ত করা হয় এবং বাংলাদেশ প্রযুক্তি ইন্সটিটিউট, ঢাকা (BIT) নামকরন করা হয়।
70👍13😁3🤯3🔥2