টেকনিক্যাল বোর্ড বাকি আছে। রেজাল্ট প্রকাশ হলে দেয়া হবে
😢140🤬63👍44❤28😭16🙏14🤯9👎8🥰4😴3👏2
যারা নতুন এই চ্যানেল এ জয়েন করেছেন সবাই কে জানাই ধন্যবাদ। এই চ্যানেলটিতে দরকারী সব আপডেট সহ। বিভিন্ন সময়ে দরকারী সব প্রিমিয়াম সফটওয়্যার লাইসেন্স ফ্রীতে দেয়া হয় তাই সবাই এই চ্যানেলে জয়েন থাকবেন❤️❤️ যারা প্রথম থেকে সাথে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ❤️❤️
❤73🥰8😁7🤝2👏1
☠️অন্যের ফোনের সব কিছু দেখার এপ☠️
Here is the license:
F988D-W344B-S1844-I4D6C-DBB88
100$ ডলার এর লাইসেন্স ভিডিও দেখে একটিভ করে নিন। শুধু মাত্র যার দরকার সেই নিবেন প্লিজ অহেতুক কেও ব্যবহার করবেন না
Here is the license:
F988D-W344B-S1844-I4D6C-DBB88
100$ ডলার এর লাইসেন্স ভিডিও দেখে একটিভ করে নিন। শুধু মাত্র যার দরকার সেই নিবেন প্লিজ অহেতুক কেও ব্যবহার করবেন না
👍13😁3❤2😢1🖕1
সকল নিয়ম মেনে শুধু মাত্র এই একজন ব্যাক্তি পোস্ট করেছেন। ১০ জন কে বিজয়ী করতে চেয়েছিলাম কিন্তু একজন পেয়েছি
❤11👍1
RedotPay ডুয়েল কারেন্সি কার্ড নিতে বা এই সংক্রান্ত যেকোনো তথ্য বা সাহায্য পেতে আমার সাথে এই টেলিগ্রামে যোগাযোগ করুন: https://t.me/+wcXhja25ZpZkNDc9
👍7❤6
বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:
১. আবেদন ফরম পূরণ ✍️
- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- *আবেদন ফরম প্রিন্ট*: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- *জাতীয় পরিচয়পত্রের ফটোকপি*: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- *জন্ম নিবন্ধন সনদের ফটোকপি*: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- *পাসপোর্ট সাইজ ছবি*: ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- *পূর্বের পাসপোর্টের ফটোকপি* (যদি থাকে)।
- *অন্যান্য ডকুমেন্ট*: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।
৩. ফি জমা 💰
- *ফি*: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- *ফি রসিদ*: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।
৪. আবেদন জমা 📬
- *আবেদন জমা*: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- *ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি*: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- *এসএমএস বা ইমেইল*: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- *সংগ্রহ*: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।
#passport #visa #পাসপোর্ট #BD #visiting #studyabroad
১. আবেদন ফরম পূরণ ✍️
- *অনলাইনে আবেদন ফরম পূরণ*: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- *আবেদন ফরম প্রিন্ট*: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।
২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- *জাতীয় পরিচয়পত্রের ফটোকপি*: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- *জন্ম নিবন্ধন সনদের ফটোকপি*: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- *পাসপোর্ট সাইজ ছবি*: ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- *পূর্বের পাসপোর্টের ফটোকপি* (যদি থাকে)।
- *অন্যান্য ডকুমেন্ট*: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।
৩. ফি জমা 💰
- *ফি*: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- *ফি রসিদ*: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।
৪. আবেদন জমা 📬
- *আবেদন জমা*: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- *ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি*: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- *এসএমএস বা ইমেইল*: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- *সংগ্রহ*: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।
#passport #visa #পাসপোর্ট #BD #visiting #studyabroad
❤42👍41🔥3😁3