Sheikh Ahmadullah
12.5K subscribers
124 photos
39 videos
82 links
এটি শায়খ আহমাদুল্লাহর অফিসিয়াল চ্যানেল। শায়খ সম্পর্কে জানতে এবং তাঁর জ্ঞানগর্ভ আলোচনাগুলো বিষয়ভিত্তিক আকারে সবার আগে পেতে সাথেই থাকুন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন: https://t.me/assunnahfoundationofficial
Download Telegram
এ বছর রমাদান প্ল্যানার বিভিন্ন মসজিদের ইমাম-খতীবদের মাধ্যমে ফ্রি বিতরণ করা হয়েছে। উদ্দেশ্য তরুণ-যুবক-পৌঢ়-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে রমাদান কেন্দ্রিক দীনি ইলম ও আমলের চর্চা বাড়ানো এবং ইলমের প্রতিযোগিতা আয়োজন করা। আলহামদু লিল্লাহ, অনেকে আয়োজন করেছেন। এখানে এরকম কিছু খণ্ডচিত্র পেশ করা হলো।

অনেকে ব্যক্তিগতভাবে রমাদান প্ল্যানার সংগ্রহ করে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের মধ্যে বিতরণ করেছেন। অনেক স্থানীয় সামাজিক সংগঠন এলাকাভিত্তিক বিতরণ করেছেন। আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দিন। আমাদেরকে এই ধরনের আরো উপকারী বই নিয়ে আসার তাওফিক দিন।

আলহামদু লিল্লাহ, আমরা আশাতীত সাড়া পেয়েছি। এ বছর ১ লাখ ৫ হাজার কপি প্ল্যানার মানুষের হাতে পৌঁছাতে পেরেছি। এ ছাড়া আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ সংগ্রহ করেছেন ৯৮ হাজার মানুষ। দেশ-বিদেশের এত বিপুল মানুষের সাড়া আমাদের আনন্দিত করেছে, আপ্লুত করেছে। সকল প্রশংসা আল্লাহর। তাঁর অপার অনুগ্রহ ছাড়া এটি সম্ভব ছিল না। এর মধ্যে ১০ হাজার মানুষও যদি আয়াত, হাদীস ও দোয়াগুলো মুখস্থ করেন এবং এর মাধ্যমে আমলের প্রেরণা পান, আমাদের চেষ্টা সার্থক হবে ইন-শা-আল্লাহ। আল্লাহ আমাদের ইখলাস দান করুন।
জিলহজ মাসের প্রথম দশকের তাৎপর্য ও আমল শীর্ষক
লিফলেটটি বিনামূল্যে বিতরণ করতে চাইলে ফাউন্ডেশনে যোগাযোগ করুন। +880 9610001089
আগামী ১৯ জুলাই, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত 'মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতা ২০২৩’—এর পুরস্কার বিতরণী ও নসীহা প্রোগ্রাম, ইনশাআল্লাহ৷ এতে প্রতিযোগীরা ছাড়াও ২০২৩ সালে এসএসসি বা দাখিল সমাপনকারী যে কেউ অংশ নিতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য এটি ছিল আমাদের একটি তৃপ্তিদায়ক কাজ৷ আলহাদুলিল্লাহ৷ এধরনের কল্যাণমূলক কাজ আমরা আগামীতেও অব্যাহত রাখব ইনশাআল্লাহ৷
হাতেগোনা অল্প সংখ্যক মানুষ ছাড়া এদেশের প্রায় শতভাগ মানুষ মদকে ঘৃণা করে। এই ঘৃণার প্রধান কারণ ধর্মীয়।
পবিত্র কুরআনে মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ উৎপাদনকারী-সহ এর সাথে সংশ্লিষ্ট সকল মানুষের ওপর মহান আল্লাহ অভিশম্পাত করেছেন। এমনকি তিনি অভিশম্পাত করেছেন স্বয়ং মদের ওপরও।
ইসলামের নিষেধাজ্ঞার কারণে এদেশের অধিকাংশ মানুষ মদকে ঘৃণা তো করেই, যারা পান করে, তারাও অপরাধবোধের কারণে জনসম্মুখে মদপানের কথা স্বীকার করে না।
জনগণ যে পণ্য ঘৃণা করে, জনগণের ট্যাক্সের টাকায় সরকারিভাবে সেই পণ্যের উৎপাদন, বিপণন এবং পৃষ্ঠপোষকতা করা কতটুকু যৌক্তিক হতে পারে?
ধর্মীয় কারণ ছাড়াও পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত অসংখ্য ক্ষতি জড়িয়ে আছে মদের সাথে।
এদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়।
তারপরও মুসলিম ঐতিহ্যের দেশে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, মদের উৎপাদন, বিপণন ও পৃষ্ঠপোষকতা খুবই দুঃখজনক ঘটনা। আবিলম্বে সরকারী প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি জানাচ্ছি।
❏ কোর্সে ভর্তি হতে কীভাবে আবেদন করবেন?
আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর, ঢাকার অফিসে এসে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি হতে হবে। ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ভর্তি চলবে। সেপ্টেমবের ২ তারিখ শনিবার থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ।

❏ ভর্তি পরীক্ষায় কী থাকবে?
নিম্মে প্রদত্ত ইংরেজি ৩০০ শব্দের শিট মুখস্থ করতে হবে। ভর্তি পরীক্ষায় শিট থেকে শব্দার্থ জিজ্ঞেস করা হবে।
তিনশত ইংরেজি শব্দের পিডিএফ লিংক:
https://drive.google.com/file/d/1seBobdP2AGCbQ5DaoOR9VcJkbMZvNL1o/view

এ সংক্রান্ত সকল আপডেট পেতে ফলো করুন মাদরাসাতুস সুন্নাহ, কুমিল্লা শাখার পেজ: https://www.facebook.com/chotashallgharasssunna

সার্বিক যোগাযোগ: 01409979957
কক্সবাজারের চকরিয়া থেকে আমাদের প্রতিনিধিদের তোলা বন্যা পরিস্থিতির ছবি। (আজ সকালের)
আস-সুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। আজ সন্ধ্যায় ত্রাণ প্যাকেজিংয়ে ভলান্টিয়ার সার্ভিসের প্রয়োজন হতে পারে। আমরা শীঘ্রই জানাচ্ছি।
নিন্মোক্ত অ্যাকাউন্ট ডিটেইল অনুসরণ করে ত্রাণ তহবিলে অংশগ্রহণ করতে পারেন। সরাসরি ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকেও শরিক হতে পারবেন।
A/c Name: As Sunnah Foundation
A/c No.20502920202959613
Islami Bank Bangladesh Limited
Kanchpur Branch
SWIFT Code: IBBLBDDH
Routing: 125670823
Narayanganj
📱 bKash/ Nagad (Marchant)
01958 277609 (Make Payment).
সার্বিক যোগাযোগ: +৮৮০৯৬১০০০১০৮৯
গত রাতে চট্রগ্রাম শহরে প্রস্তুত হয়েছে ২৬০০ প্যাকেট খাদ্যসামগ্রী। আজ সকালে এসব ত্রাণবাহী ট্রাকগুলো পৌঁছে গেছে চট্রগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের ৫টি দুর্গত এলাকায়। দিনভর চলবে বিতরণ।
বিশিষ্ট দা'য়ী শায়খ আব্দুল্লাহ আল কাফী মাদানী (রহ.) দক্ষিণ জেদ্দা ইসলামিক সেন্টারে দাওয়াতের কাজে নিয়োজিত ছিলেন। কাল হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন।
ব্যক্তিগতভাবে আমাকে অনেক স্নেহ করতেন। নেক, মুখলিস ও অন্যের কল্যাণকামী মানুষ হিসেবে জানতাম তাঁকে। মহান আল্লাহ তাঁর ভুল-ত্রুটি মাফ করে জান্নাতবাসী করুন। শোকার্ত পরিবারকে সান্ত্বনা নসীব করুন।
Media is too big
VIEW IN TELEGRAM
রোজা সম্পর্কিত বিশটি ভুল আমাদের প্রায়ই হয়ে থাকে। এখনই সংশোধন করে নিন।
যারা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন, আশা করছি প্রতিযোগিতার দৌড়ে তারাই এগিয়ে থাকবেন। প্রতিযোগিতা ও প্রশ্নের ধরন বোঝার জন্য আমরা একটি নমুনা পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি। নমুনা পরীক্ষা নেয়া হবে ২১ মার্চ ২০২৪ (১০ রমজান), দুপুর ২:৩০ মিনিটে।
নমুনা পরীক্ষায় অংশগ্রহণ করবার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আর মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৫ এপ্রিল ২০২৪ (২৫ রমজান, শুক্রবার), ভোর ০৫:৩০ থেকে ০৬:২০।
প্রতিযোগিতা সংক্রান্ত সকল আপডেট জানতে চোখ রাখুন ইসলামী জ্ঞানের ভুবন পেজে।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এবারের আয়োজন ‘স্মার্ট টেইলারিং এবং ফ্যাশন ডিজাইন ব্যাচ-৩)’। এই কোর্সে শেখানো হবে— টেইলারিং, টাই-ডাই, ব্লক-বাটিক, হ্যান্ড এম্ব্রয়ডারি ও ক্র্যাফটিং, ফ্যাশন ডিজাইন (বেসিক), বিজনেস ডেভেলপমেন্ট (বেসিক)এবং মৌলিক দীনি জ্ঞান।
🟩 কোর্স সংক্রান্ত জ্ঞাতব্য:
ভর্তি ফি: ৫ হাজার টাকা (অবশ্যই পরিশোধ করতে হবে)।
প্রশিক্ষণ ফি: ৩০ হাজার টাকা (যাকাতের হকদারদের আর্থিক অবস্থা বিবেচনা করে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।)
আবাসন ও খাবার: ২৫ হাজার টাকা (যাকাতের হকদারদের জন্য উন্নত মানের আবাসন ও খাবারের ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি।)
📆 আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ, ২০২৪।।
🔗 আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন:
http://drive.google.com/.../1GdypjFT-28541NOIcwuw.../view...
📍 আবেদনপত্র প্রেরণের ঠিকানা:
আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্লট- ৭০, রোড ৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২
(সুন্দরবন কুরিয়ারে হোম ডেলিভারি হিসেবে পাঠাতে হবে।)
যেকোনো প্রয়োজনে:
✆ 01958277605 ( পুরুষ)
✆ 01409979956 ( মহিলা)
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র‌্যাপার ও প্রযোজক লিল জন।
দিকে দিকে যখন ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে পশ্চিমারা, ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, ইসলামকে পশ্চাৎপদ কুসংস্কারাচ্ছন্ন সেকেলে ধর্ম হিসেবে আখ্যা দিচ্ছে, ঠিক তখনই, তাদেরই দুর্গের ভেতর, কেউ কেউ শানিত কণ্ঠে পাঠ করে উঠছে কালিমায়ে শাহাদাতের চিরন্তন বাণী। লিল জনের ইসলাম গ্রহণ সেই মহাসত্যের ধারাবাহিকতার অংশ।
এ যেন মহান আল্লাহর সেই শাশ্বত ঘোষণার চাক্ষুস প্রমাণ—‘তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তা হতে দিবেন না, তিনি তাঁর আলোকে পূর্ণ না করে ছাড়বেন না, যদিও কাফিরগণ তা অপছন্দ করে।’
লিল জনের জন্য আমাদের ঐকান্তিক দোয়া—আল্লাহ তার এই সাহসী সিদ্ধান্তকে কবুল করুন। পার্থিব জগতের সকল অকল্যাণ ও চক্রান্ত থেকে হেফাজতে রাখুন, অন্ধকার পথের যাত্রীদের সামনে তাকে সত্যের নমুনা হিসেবে বরিত করুন, আমীন।
আপনারা আমাদেরকে দিয়েছেন যাকাতের টাকা। আমরা সেই টাকাকে গরু-ছাগল, রিকশা-ভ্যানে রূপান্তরিত করে তুলে দিচ্ছি দরিদ্রদের হাতে, যেন তারা স্বাবলম্বী হতে পারে, যেন তারা পরবর্তী বছর আর যাকাতের মুখাপেক্ষী না হয়।

এই রমাদান মাসে আপনাদের যাকাতের অর্থ সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়ার নতুন কর্মযজ্ঞ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। শুরু হয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্পের উপকরণ হস্তান্তরের কার্যক্রম। নতুন বছরে বিতরণের প্রথম স্পট হিসেবে আমরা বেছে নিয়েছি মাগুরা জেলাকে। বছর ব্যাপী চলবে আমাদের এই বিতরণ কার্যক্রম।
ওদের তৈরি কৃত্রিম শরবতের পরিবর্তে এই রমজানে দেশীয় লেবু হোক আপনার ইফতারের সঙ্গী।

ইফতারের শরবতে লেবু খুব স্বাস্থ্যকর। রমজানে এর চাহিদাও থাকে অনেক বেশি। আমাদের বৃক্ষরোপণ প্রকল্পে বিতরণকৃত গোপালগঞ্জ জেলার বোয়ালিয়া গ্রামের হাওয়া (আ.) মহিলা মাদরাসা প্রাঙ্গনের এই গাছগুলো নুয়ে পড়ার উপক্রম হয়েছে লেবুর ভারে। সকল প্রশংসা আল্লাহর।
আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টারের নির্মাণ-কাজ পুরোদমে এগিয়ে চলেছে, আলহামদুলিল্লাহ। দানের মাসে সাদাকায়ে জারিয়ামূলক এ প্রকল্পে আপনার সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করুন। একান্ত অপারগ হলে দোয়া করুন, শেয়ার করার মাধ্যমে অন্যদের অংশ নেয়ার সুযোগ দিন। অংশ নেয়ার পদ্ধতি মন্তব্যের ঘরে দেয়া হলো।

নির্মাণ-কাজে ইতোমধ্যে ১২১ টি পাইল তৈরি সম্পন্ন হয়েছে। বাকিগুলো তৈরির কাজ চলছে। মোট পাইলের সংখ্যা হবে ২৫৬ টি। সব পাইল প্রস্তুত হয়ে গেলে একে একে মাটিতে স্থাপন করা হবে ইনশাআল্লাহ।

আমাদের স্বপ্নের এ কাজকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন।
৩ লক্ষ টাকার পুরস্কার সংবলিত তারাবীহর সালাতে কুরআনের বার্তা বইয়ের ওপর প্রতিযোগিতার নমুনা পরীক্ষা আজ দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। প্রথম দশ তারাবীহ থেকে ১০ টি প্রশ্ন করা হবে। নির্দিষ্ট সময়ে এই পেজে দেয়া গুগল লিংক অনুসরণ করে যে কোনো ব্যক্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
তারাবীহর সালাতে কুরআনের বার্তা পাঠ ও প্রতিযোগিতা
回 নমুনা পরীক্ষা 回
এটা স্রেফ নমুনা পরীক্ষা।
এই পরীক্ষা মূল পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলবে না।
এই পরীক্ষায় অংশগ্রহণ করলে মূল পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
এই পরীক্ষার জন্য কোনো পুরস্কার নেই।
🔗 প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ক্লিক করুন: forms.gle/mcharUMMtuYR9LYU7