WBSSC PRELIMINARY TEST Class2 Synonym-Pdf.pdf
86.9 KB
WBSSC PRELIMINARY TEST Class2 Synonym-Pdf.pdf
Hi everyone.....আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বেশ কিছু ভিডিও পোস্ট করেছি কিন্তু তোমাদের সঙ্গে কোনো কথা হয়ে ওঠেনি... তাই আজ ভাবলাম কিছু কথা বলা যাক। আমি বিশেষত তোমাদের ক্লাস নোট গুলো দেওয়ার উদ্দেশেই এই টেলিগ্রাম চ্যানেল টি খুলেছি । এখানে তোমরা ক্লাসের পাশাপাশি , ক্লাস নোট গুলো পাবে।সেগুলো তোমরা ডাউনলোড করে তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। প্রিলিমিনারি টেস্ট এর ইংরেজি ভোকাবুলারির সমস্ত টপিক গুলো এবং ইংরেজি ল্যাংগুয়েজ পেপার (৫০) থেকে নোট দেব, মাঝে মাঝে প্র্যাক্টিস সেট দেবো ...তোমরা প্রস্তুতি নিতে থাকবে, আর কোনোরকম সমস্যা হলে অবশ্যই জানাবে...আমি আমার সাধ্যমত তার সমাধান করার চেষ্টা করবো । আর একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা ইংরেজি বিষয়ের আছো ,তাদের জন্য একটা হোয়াটস আপ গ্রুপ খোলার পরিকল্পনা করছি, বিষয়ভিত্তিক 2মার্ক্সের নোট প্রভাইড করার জন্য, তবে সেটা একটু দেরি আছে সময়মতো আমি তোমাদের জানিয়ে দেব। তোমরা রেগুলার ক্লাস করতে থাকো, SSC হবে তাই কোনোরকম নেতিবাচক কথায় কান না দিয়ে ,প্রস্তুতি শুরু করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ😊😊😊