NB English Tutorial
3.43K subscribers
214 photos
1 video
102 files
364 links
This channel is for English learners those who are preparing for WBSSC/SLST , NET-SET & other Competitive exams.
Download Telegram
Live is going on
রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট বড় ঘোষনা। গত কয়েকদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যত সমস্ত শূন্যপদ রয়েছে আগামী কিছুদিনের মধ্যে পূরণ করা হবে। ইতিমধ্যেতার পরিপ্রেক্ষিতে মোট শূন্যপদ জানা গিয়েছে, রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্যে মোট ৩ লক্ষ ৮৮ হাজার শূন্যপদ তৈরি হয়েছে গোটা রাজ্যে। যেখানে প্রাইমারি( Primary) আপার প্রাইমারি (Upper Primary) এবং এসএসসি(SSC)-র মাধ্যমে এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করা হবে। তার জন্য রাজ্যের ফের নয়া করে প্রাইমারি টেট (WB Primary Tet) সহ SSC -র মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। আর শুধু তাই নয়, গোটা রাজ্যের স্কুল গুলিতে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি ও ডি নিয়োগ না হওয়ায় প্রায় ৩৩ হাজার নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে রাজ্য SSC-র মাধ্যমে।


এদিকে গত ২২ শে মার্চ রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রীকে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন করে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, যার উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিছিলেন গোটা রাজ্যে মোট ৩ লক্ষ ৮৮ হাজার শিক্ষক ও নন টিচিং স্টাফ শূন্যপদ রয়েছে। রাজ্যের প্রাইমারি(Primary) স্কুল থেকে শুরু করে আপার প্রাইমারি, হাইস্কুল প্রতিটি ক্ষেত্রেই শিক্ষকের প্রয়োজন। যার জন্য ইতিমধ্যে রাজ্যে বেশ কিছু বিদ্যালয় বন্ধের মুখে।

নিচে উল্লেখ করা হল কোন ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে :

১/- রাজ্যে প্রাইমারি শিক্ষক (WB Primary Teachers) -শূন্যপদ প্রায় ১ লক্ষ ৯০ হাজার।

২/- আপার প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক (Upper Primary and High School) - শূন্যপদ : প্রায় ১ লক্ষ ৪০ হাজার।

৩/- উচ্চ মাধ্যমিক শিক্ষক (Higher Secondary Teacher) : শূন্যপদ - প্রায় ২০ হাজার।

৪/- প্রধান শিক্ষক ( Head Teacher) :শূন্যপদ - প্রায় ৬ হাজার।

৫/- নন টিচিং স্টাফ - গ্রুপ সি ও ডি : শূন্যপদ - প্রায় ৩০ হাজার।

পশ্চিমবঙ্গের দীর্ঘদিন থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ বন্ধ থাকায় প্রায় লক্ষাধিক শূন্যপদ তৈরি হয়েছে।এই নিয়ে তড়িঘড়ি শুরু করেছে শিক্ষাদপ্তর। ইতিমধ্যে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরেই SLST নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে WBSSC রিক্রুটমেন্ট বোর্ড। গোটা রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে WBSSC-র রিক্রুটমেন্ট বোর্ড।

ইতিমধ্যে প্রাইমারি টেট ২০১৭ (Primary Tet 2017) সালের নিয়োগ নিয়ে পর্ষদে কাজ চলছে। গত কয়েক মাস আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, রাজ্যে প্রত্যেক বছর প্রাইমারি টেট ( Primary Tet) পরীক্ষা নেওয়া হবে। গত বছর অর্থাৎ ২০২১ সালে জানুয়ারি মাসে প্রাইমারি টেট পরীক্ষা হলেও এবছর এখনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে প্রাইমারি পর্ষদের আধিকারিক সুত্রে জানা গিয়েছে রাজ্যে পুরোনো নিয়োগ সম্পন্ন হলে নয়া টেট পরীক্ষার নোটিশ জারি করবে প্রাইমারি পর্ষদ। যদিও রাজ্যে লক্ষাধিক শিক্ষক খালিপদ রয়েছে কিন্তু পর্ষদ সুত্রে জানা যায় রাজ্যে ১৫ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে।

More Job : সরকারি স্কুলে প্রাইমারি ও হাইস্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি।

এদিকে শিক্ষক নিয়োগের পাশাপাশি অশিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ বিরাট সংখ্যা দারিয়েছে। গত কয়েক মাস আগে জানানো হয়েছিল রাজ্যে মোট ৩০ হাজারের মতো নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি ও ডি তে শূন্যপদ রয়েছে। শিক্ষক নিয়োগের পাশাপাশি অশিক্ষিত নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য অশিক্ষক নিয়োগ রিক্রুটমেন্ট বোর্ড (WBSSC)। সবমিলিয়ে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে সরকারি পাওয়ার বিরাট সুযোগ আসতে চলেছে। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি।
Live is going on