শুভ সন্ধ্যা সকলকে 🔉আজকের ক্লাস নিতে পারছিনা কারণ নেটওয়ার্ক ইস্যু এখনো ঠিক হয়নি। আমি ভীষন দুঃখিত এইসময় আপনাদের রেগুলার লাইভ ক্লাসেস গুলো দিতে পারছিনা। আগামী কাল থেকে রেকর্ড ক্লাসেস দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্রস্তুতি নিতে থাকুন। YouTube এ SLST 9-10 গ্রুপের জন্যে playlist করা হয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে টেক্সট গুলো ভালোভাবে পড়তে থাকুন। টেক্সট বা কোনো প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা থাকলে আমাদের NB English Tutorial Telegram channel কিংবা আমাদের অ্যাপ্লিকেশনে জানাবেন। ☺️😊😊
🖥️অবশেষে সমস্যার সমাধান হলো।এই আমাদের নতুন সঙ্গী💻🖥️🖥️🎉🎉🎉। আশা রাখি এখন থেকে আর লাইভ ক্লাস নিতে অসুবিধা হবেনা🙂। মাদ্রাসা সার্ভিস কমিশন কিম্বা স্কুল সার্ভিস কমিশনের ইংরেজি বিষয়ে যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, আমাদের সঙ্গে থেকে প্রস্তুতি নিলে পথ চলাটা অনেক সহজ হবে। এই চ্যানেলে ইংরেজি সাহিত্যের বিশেষ করে SLST প্রতিটা টপিক খুব সহজ এবং ইন্টারেস্টিং ভাবে বোঝানো হয়। যাঁরা UG এবং PG কোর্সের জন্যে জিজ্ঞেস করেছেন, খুব শীগ্রই হয়তো আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে যাঁরা আমাদের সঙ্গে যুক্ত আছেন।
ধন্যবাদ সকলকে🙏🙏🙏
ধন্যবাদ সকলকে🙏🙏🙏