📌📌এবার D.EL.ED/B.ED কোর্সে ভর্তি হলেও বসা যাবে টেট পরীক্ষায়।
☞দীর্ঘ আইনি লড়াইয়ের পর NCTE টেট পরীক্ষায় বসার নিয়মাবলিতে উল্লিখিত 'PURSUING' শব্দ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করল আদালত।
☞NCTE এর টেট পরীক্ষার নির্দেশাকার V(ii) ধারায় বলা আছে "a person who is pursuing any of the teachers' training courses specified
in the NCTE Noti23.8.2010 dated 23rd August 2010 would also
be eligible."
আর এখানেই বিতর্কের শুরু।
☞উত্তর প্রদেশ সরকার তাদের টেট পরীক্ষার বিজ্ঞপ্তিতে জানায় যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা টেট পরীক্ষায় আবেদন করতে পারবেন কিন্তু টেট পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্যেই সেই সমস্ত প্রার্থীকে প্রশিক্ষণের ফলাফল পেতে হবে বা সম্পূর্ণ করতে হবে,নচেৎ তাদের টেট সংশাপত্র মান্যতা পাবে না।
☞এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা হলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চও সরকারের যুক্তিকেই মান্যতা দেয়,আদালত যুক্তি দেয় ফাইনাল বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিলে তবেই সে টেট পরীক্ষায় শর্তসাপেক্ষ বসতে পারবে।
☞ফের সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দাখিল হলে সুপ্রিম কোর্ট 'PURSUING ' সব্দের বিস্তারিত ব্যাখ্যা করেন এবং ব্যকরণ গত অর্থ থেকে বেরিয়ে এসে বৃহৎ অর্থে এই শব্দের ব্যবহার দিকেই দৃষ্টি দেন।
☞আদালত মামলাকারীদের দাবীকে মান্যতা দিয়ে জানিয়ে দেয় কেউ প্রশিক্ষণে ভর্তি হলেই তাকে PURSUE হিসেবে ধরতে হবে, এবং তার টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না।
☞দীর্ঘ আইনি লড়াইয়ের পর NCTE টেট পরীক্ষায় বসার নিয়মাবলিতে উল্লিখিত 'PURSUING' শব্দ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করল আদালত।
☞NCTE এর টেট পরীক্ষার নির্দেশাকার V(ii) ধারায় বলা আছে "a person who is pursuing any of the teachers' training courses specified
in the NCTE Noti23.8.2010 dated 23rd August 2010 would also
be eligible."
আর এখানেই বিতর্কের শুরু।
☞উত্তর প্রদেশ সরকার তাদের টেট পরীক্ষার বিজ্ঞপ্তিতে জানায় যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা টেট পরীক্ষায় আবেদন করতে পারবেন কিন্তু টেট পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্যেই সেই সমস্ত প্রার্থীকে প্রশিক্ষণের ফলাফল পেতে হবে বা সম্পূর্ণ করতে হবে,নচেৎ তাদের টেট সংশাপত্র মান্যতা পাবে না।
☞এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা হলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চও সরকারের যুক্তিকেই মান্যতা দেয়,আদালত যুক্তি দেয় ফাইনাল বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিলে তবেই সে টেট পরীক্ষায় শর্তসাপেক্ষ বসতে পারবে।
☞ফের সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন দাখিল হলে সুপ্রিম কোর্ট 'PURSUING ' সব্দের বিস্তারিত ব্যাখ্যা করেন এবং ব্যকরণ গত অর্থ থেকে বেরিয়ে এসে বৃহৎ অর্থে এই শব্দের ব্যবহার দিকেই দৃষ্টি দেন।
☞আদালত মামলাকারীদের দাবীকে মান্যতা দিয়ে জানিয়ে দেয় কেউ প্রশিক্ষণে ভর্তি হলেই তাকে PURSUE হিসেবে ধরতে হবে, এবং তার টেট পরীক্ষায় বসার ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না।
Forwarded from NB English Tutorial