Earning STAR
18.1K subscribers
4.19K photos
114 videos
107 files
3.17K links
সম্পূর্ণ ফ্রি তে ইনকাম করতে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিন। ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখুন - হেল্প লাগলে গ্রুপে বলুন।
Download Telegram
ভালো একটা প্রাইস না পাওয়া পর্যন্ত

আমার পাই আমার কাছেই থাকবে

যেভাবে মাইনিং করে আসছিলাম সেভাবেই মাইনিং করে যাব

সকল মেঘ কেটে, সূর্য যেদিন পরিপূর্ণভাবে হাসবে, সেদিন আমিও হাসব।

কালকের লিস্টিং আমার কাছে বিশেষ কিছু না।
104👍19💯8🔥5
💥 GoldStation Mining Airdrop:.

📱 Register: https://event.goldstation.io/?referral=1AD70

👍Referral Code: 1AD70

✔️ Click Register Link.
✔️ Connect Metamask Wallet.
✔️ Tap to Start Mining.
✔️ Done

📱 Video Tutorial:


🥊 All Mining Apps:
https://t.me/EarningStarPlus/7519

Follow Twitter Update:
https://twitter.com/Earning_STAR
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍18❤‍🔥1💯1
45👍9🤩2💯2
Pi Open Network আর কয়েক ঘন্টা বাকি।

লিস্টিক নয়, ওপেন নেটওয়ার্ক আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
146👍18🔥5💯5❤‍🔥4
Gateio Price is GOOD. Bitget Very BAD.
133🤩13👍8🔥5
Earning STAR
Gateio Price is GOOD. Bitget Very BAD.
🤩35❤‍🔥3318👍15
60🤩11👍6🔥6
👍37🔥108🤩3
🔥109👍1911👏3🤩1
Earning STAR
Photo
🔥7223👍8🤩1
🔥52❤‍🔥10🤩76👍2
Alhamdulillah. আল্লাহ চাইলে ভবিষ্যতে আরো অনেকের স্ক্রিনশট পাবো, আরো অনেকের গল্প শুনতে পারবো।
77👍10🤩4🔥1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
👍👍👍👍

আমার ভিডিওতে বলা প্ল্যানটা কাজে লাগিয়ে যারা বাই করেছিলেন, অবশ্যই তারা প্রফিটে আছেন
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
56👍8❤‍🔥1🤩1
👍26🤩1💯1
❤‍🔥52👍16🔥85🤩1
32👍6🤩3
🧶 লেখাটি মনোযোগ সহকারে পড়বেন:

💴 পাই মাইনিং এর প্রথম সময়ে যখন মানুষের এ বিষয়ে বিশেষ কোন ধারনা ছিলনা। একটা লোক বলেছিলো সে 500 পিচ পাই ক্রয় করেছে তাকে মাত্র 500 টাকা দিয়ে।

💴 দ্বিতীয় স্তরে গিয়ে পাই বিক্রি হয়েছে ৫ টাকা থেকে শুরু করে ২০ টাকা পিচ এর মধ্যে। তৃতীয় স্তরে যখন মানুষের কিছুটা হলেও পাই সম্পর্কে ধারনা লাভ করেছে তখনও পাই সেল হয়েছে 20 টাকা থেকে 35 টাকার মধ্যে।

💴 এরপর ধারাবাহিক ভাবে ৪০ থেকে আস্তে আস্তে ১০০ এবং ১১৫ তেই আটকে ছিল। ফাইনালি ২০২৪ ও ২০২৫ এ এসে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত দাম উঠেছে।

🤬 এবারে যদি গড় হিসাব করি তাহলে প্রায় ৬০% লোক ৫০ টাকার নিচে তাদের পাই গুলিকে বিক্রি করে দিয়েছে।

🤬 আরও ২০% লোক ১০০ টাকার মধ্যে তাদের পাই গুলিকে বিক্রি করেছে।

🤬 ৫% লোক বিক্রি করে ১০০ থেকে ২০০ এর মধ্যে করেছে।

🤬 মাত্র ১% লোক ২০০ থেকে ২৯০ এর মধ্যে বিক্রি করেছে।

👍 আজকের পাই লিষ্টিং হয়েছে $2.88 বাংলা টাকায় ৩৬০ টাকা।

👍 তারমানে যেই ১ % লোক আন অফিশিয়ালের সর্বোচ্চ দামে বিক্রি করেছে সেটাও হলো ২৯০ টাকা। যদিও ২৯০ টাকাই আমরা এডমিনরা সেল করেছি কিন্ত কাওকে আমরা দেয়নি। তার মানে আরও কম।

তবু ২৯০ টাকাও যদি ধরি তাহলে 360-290=70 টাকা করে প্রতি পাইতে তাদের লস হয়েছে আন অফিশিয়ালি বিক্রি করার জন্য।

🆗এবারে ভাবুন যারা ১ টাকা থেকে শুরু করে, ২০ টাকা, ৩০ টাকা, ১০০ টাকা বা ২০০ টাকায় সেল করেছে তাদের কি পরিমান লস হয়েছে !

👌 অনেকের যাতে এই লসটা না যায় সেইটাই বোঝাতে গিয়ে বছরের পর বছর সময় ব্যয় করেছি।

👍 ঠিক উল্টো দিকে কিছু লোক বুঝিয়েছে যে পাই লিষ্টিং হলেও মাত্র $0.03, $0.10, $0.50 তে লিষ্ট হবে। আগে বিক্রি করে দেওয়াটাই ভাল হবে।

👌 সময় ও পরিস্থিতী এখন আপনার চোখের সামনে। কার রিসার্সের সাথে পরিস্থিতী মিলে গেছে এটা আপনাকেই হিসাব কষতে হবে।

👍 আমার হিসাব যদি বলেন, তবে আমার প্রেডিকশানের অনেক কিছু ঘটা এখনও বাকি, সবে তো যাত্রা শরু হলো আমাদের। তবে যাত্রা পথেও আমরা ভাল প্রাইচ পেয়েছি আল হামদুলিল্লাহ।

😭 আমি শুধু ভাবছি যারা ১ টাকা থেকে ২০ টাকা পিচ বিক্রি করেছিল আজকে তাদের মানসিক অবস্থা টা কেমন যাচ্ছে.....!!!


==============

😮 সবশেষে বলি..........

😭 আমাদের পথচলা সবে শুরু হলো - শেষের গল্প এখনও অনেক বাকি.....
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
150👍48❤‍🔥18🤩3💯2
পাই নেটওয়ার্ক অফিসিয়াল ভেরিফাইড এক্সচেঞ্জ।
58👍9🤩1💯1
পাই ব্লক চেইন মার্কেট ভ্যালু, সুই মার্কেট ভ্যালু কে অতিক্রম করেছে।
123🔥22👍14🤩10💯1