Earning STAR
18.1K subscribers
4.2K photos
114 videos
107 files
3.18K links
সম্পূর্ণ ফ্রি তে ইনকাম করতে আমাদের গ্রুপে জয়েন হয়ে নিন। ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখুন - হেল্প লাগলে গ্রুপে বলুন।
Download Telegram
নতুন অবস্থায় এপে অনেক প্রবলেম ধরা পরে। তাই ধাপে ধাপে বিভিন্ন আপডেট এসে সেগুলির পরিবর্তন হয়। VRC Network এর গেমটিতেও এই মুহুর্তে বেশ কিছু আপডেটের কাজ চলছে। তাই আপাতত অপেক্ষা করুন এবং প্লেষ্টোরে পরবর্তী আপডেটের দিকে চোখ রাখুন।
6👍1
BTC ডিসেম্বরের শেষের দিকে 38K to 35K টাচ করার সম্ভাবনা রয়েছে। তাই বিষয়টি মাথায় রেখে ট্রেড করুন।
34👍4
যতটুকু তথ্য সংগ্রহ করেছি। এক দ্বিনী ভাই বিপদে আছেন। আপনারা প্রথমে লিংকে গিয়ে পুরো বিষয়টি পড়ে দেখে অতপর ভাল মনে করলে ওখানে দেওয়া নাম্বারে আপনাদের যতটুকু সম্ভব সাহায্য পৌছে দিতে পারেন। https://www.facebook.com/share/zhPzT5LayBqcs98r/?mibextid=xfxF2i
18👍2
Ice Mining গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ রাতে ভিডিও পাবেন আশারাখি। সবকিছু ঠিক থাকলে রাত 9 টার মধ্যে আপলোড করতে পারবো আশাকরি।
36👍5🔥1
BRC-20 নেটওয়ার্কের ORDI এক সময় মাত্র $0.11 টাকা দাম থেকে শুরু হয়েছিলো। এখন বাইনান্সে $51 ডলার চলে। $63+ উঠে গিয়েছিলো। 2024 এ $200 থেকে $300 ডলার পার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ভাবা যায়....!!
🔥24❤‍🔥7👍2
কিছু পাগল বলে বেড়াচ্ছে, ডিসেম্বর এর ১২ তারিখের মধ্যে Pi Network KYC না হলে পরবর্তীতে আর হবে না। পারলে ওদেরকে পিটান, না হলে নিজে ঐ পাগল থেকে বাচঁতে কষে দৌড় দেন।
👍5110👌3🤔2🏆1
এটা কোর এর অফিশিয়াল পেজ না। ওরাও সাধারন একটা গ্রুপ, কোরের নামের সাথে মিল রেখে প্রোফাইল খুলেছে এবং ওদের রেফার লিংক প্রমোট করতেছে। এমনও হতে পারে ওরা টাকা খেয়ে প্রমোট করতেছে। মাইনিং করতে এখনও কারও মানা করি নাই। মাইনিং করে যান তবে কেও ধোকা খায়েন না।
👍216
CORE RPC URL এর একটি আপগ্রেড জানিত কারনে এই মুহুর্তে আপনার কোর ব্যালেন্স এবং কোর চেইনের টোকেন হয়ত দেখতে পাচ্ছেন না। আশা করা যাচ্ছে এটা অটো সলভ হয়ে যাবে। এ বিষয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। টেনশানের কোন কারণ নাই, নাকে তেল দিয়ে ঘুম দেন।
16👍3
এই সমস্ত নায়ক ও পরিচালক এরা হচ্ছে একেকটা জারজের বাচ্ছা। শুয়োরগুলির মুভি বানাতে হলে ভিলেন চরিত্রে দাড়ী টুপি ওয়ালাদেরকে দেখাতে হবে। আরে হারামীর বাচ্চাগুলা ভিলেন চরিত্রে দেখানোর মত আর কোন আকৃতি বা ড্রেস ও চরিত্র কি তোদের কাছে ছিলনা। এগুলি সব মিডিয়া ষড়যন্ত্র। ওরা সামনা সামনি মাওলানাদের সালাম করে মাথা নিচে করে চলে যায়। কিন্ত ভিতরে এরা কতটা জঘন্যভাবে ইসলাম বিদ্বেষগুলি ছড়িয়ে দিচ্ছে। একটা বাস্তবিক এ না দেখা মানুষ ও ছোট বাচ্চা ও পরবর্তী প্রজন্ম শুধু এই মুভিগুলি দেখেই মুসলীমদের প্রতি, দাড়ি টুপির প্রতি ঘৃণা নিয়ে বড় হবে। সামনা সামনি তো কোন খবর নাই পারে শুধু মুভি তে নেতাগেরী দেখাবার। এইসব কুলাঙ্গার দের মুভি যে সকল মুসলিম রা আবার দেখে। এরাও ভাল মানুষ না। এবং মনে রেখো ঐ সব মিথ্যুকদের সাথেই তোমার হাশর হবে।
😢92👍4618🔥2
হেতেরা বলে সওয়াপ ফাংশান আনবো। ....ওগো কতার ঠিক নাই....দেখা যাক।
😢14❤‍🔥2👍1
❤‍🔥18👍83
কিছুক্ষণ আগে এক লোকের 4 লাখ প্লাস cDAO টোকেন চুরি হয়ে গেছে। চোর সেগুলি সেল করার কারণে মার্কেট ডাম্প করেছে। আপনার ওয়ালেট নিরাপদে আছে তো? কাওকেই ফ্রেস দিবেন না।
😢27👍6
আপনার কোর ওয়ালেটের RPC URL কেও পরিবর্তন করবেন না।
23👍2
44👍2❤‍🔥1🏆1
EDGE Smartchain KYC খুব তারাতারিই শেষ হয়ে যাবে। যারা এখনও করেন নাই, দ্রুত করে ফেলেন। Update Your App
10👍1
Eida kono Kam korlo beta ra..
🙄🙄
😢54💔13👍3🥰3🤔2
32👍13👌3
AVIVE KYC1: যাদের OKX ভেরীফাই নাই তারা এই ফরমটি পুরণ করে সাবমিট করে দিন। যদি না বুঝেন তাহলে আমার কালকের ভিডিওর জন্য অপেক্ষা করেন। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdhKCsuSbm-5yG1ETq02-yTElhEZLuuGw9uc1Jrk2U78clpjQ/viewform?pli=1
36👍16👌1