আল্লাহ রহমানুর রহিম। আপনার চোখের পানিও ডোনেট হয়ে যাচ্ছে, রোজ হাশরে মিলিয়ে নিবেন।
❤🔥32❤8
শখ করে হোক বা কারও রিকোয়েষ্ট এ। ইচ্ছাই হোক বা অনিচ্ছায়। নিজে কিনে হোক বা ফ্রি তে। পেপসি, কোকাকোলা, ষ্প্রাইট, এগুলি খাচ্ছেন মানে আপনি ঐ নিস্পাশ নিহত শিশুদের রক্ত খাচ্ছেন। এ সকল পন্যের 80 শতাংশেরও বেশী প্রফিট শুধু মুসলীম হত্যা ও ষরযন্ত্রে খরচ করা হয়। মুখে আফসোস করবেন কিন্ত ঐ মুখে আবার কোক এ চুমুক দিবেন। কোন লাভ নাই ঐ মুখ প্রেমের। নিজে সতর্ক হোন, ফ্যামিলী বন্ধু বান্ধবদেরকেও সতর্ক করে দিন।
❤102👍31😢12👎1
যে সকল মাথামোটারা মনে করো যে কোকাকোলা খাওয়া আর ফেসবুক চালানো সমান। ইন্টারনেট ইয়াহুদীদের তৈরী। তোমাদের জানায় অনেক ভুল আছে, আগে ভুল সংসোধন করে নিয়ো। বোকার দলকে কে বোঝাবে ! ফেসবুকের মালিক অজাত হলেও ওর লাঠি দিয়েই আমরা আমাদের তথ্য যোগ্য যায়গায় পৌছে দেবার সুযোগ পাচ্ছি। ফেসুবক কোকাকোলার মত ২০০ মিলি বোতলে বিক্রি হয় না। ফেসবুকে পজিটিভ যা করা যায়, কোকাকোলা পেপসির বোতল খেয়ে তা কোনদিনও করা যায় না। হ্যা, ঈমান সবার আগে। যদি কোনদিন ফেসবুক সরাসরি আমাদের ঈমানের কোন সেক্টরে আঘাত করে বা জোর জবরদস্থী করে। ওরকম বালের ফেসবুক কয়েক কোটি লাথি দিয়ে ফেলে দিবো। এক সেকেন্ড ও চিন্তা করবো না ইংশা আল্লাহ। মাথা মোটারাও সাইডে যাও -তোমাদের বিবেকেও জং ধরে গেছে। লাগবো না আমার এমন লোকজন। রিযিকের মালিক আল্লাহ।
❤101👍4👎2
আমরা এমন একটা যুকে বসবাস করছি যখন বিবেক কেবল জং ধরাই না। বরং মৃত। এখানে কেও বিপদে পড়লে সাহায্য করার বদলে ভিডিও করা হয় আপলোড করার জন্য। সেই যুগে আর সেই সময়ে কোমল হৃদয় বেশী খুজেঁ পাওয়া যাবেনা সেটাই স্বাভাবিক। তবে কথা বলা যাতে যদি একটু হলেও কারও জং কাটে। নিস্পাপ বাচ্চাগুলির রক্তাক্ত শরীর লাশ দেখার পরেও যদি কারও মনে জং না কাটে, তোর মত নিষ্ঠুর আামার গ্রুপে দরকার নাই। সে তুমি যেই ধর্মেরই হও না কেন। আমি ভাল আত্মার সাথে বসবাস করতে চাই। ভাল মন্দ বাছাইয়ের মৌসুম যাচ্ছে। ভাল আত্মা হলে থাকো, নয়ত যাও....।
❤50👍4👎3
একবার এক এলাকায় চুরি হলো। চেয়ারম্যান সাহেব চোরের এর সরদারকে ধরলেন। চোরের সরদার বললেন, স্যর আপনি টেনশান নিয়েন না, আমি আজকেই ১০ জন বিশিষ্ট চোরকে নিয়ে একটা কমিটি গঠন করবো এবং এই চুরি বিষয়ে তদন্ত করবো। এই চুরির তদন্িত রিপোর্ট কি আসবে এটা আন্দাজ করা আশাকরি কারও পক্ষেই কঠিন হবে না।
👍22❤6👎3
Earning STAR
🟣 রিসেন্টলি ডিজনি চ্যানেল ইসরাইলকে 5 মিলিয়ন ডলার ডোনেট করলো। খারাব মানুষদের ব্যপারে ওদের সর্বোস্ব দিয়ে ঝাপিয়ে পড়ার কোন কমতী নেই। আমরাই হয়ত হারিয়ে আছি ক্রিকেট নিয়ে, টিকটক নিয়ে অথবা অন্যকোন বিনোদনে। আমার ভাই ০বোনের রক্তাক্ত ক্ষুধার্থ চিত্র দেখার বা শোনার হয়ত…
✅ Info deleted for re verification.
👍12👎2
ইসলামের বিজয় সুনিশ্চিৎ তাতে কোনই সন্দেহ নেই। তবে তার আগে মুসলীমদের রক্তে পায়ের গোড়ালী ডুবে যাবে। সে শুরু টা হয়ত শুরু হয়ে গেছে। দূর থেকে আপনার দোয়া কখনও বন্ধ করবেন না।
❤96👍4👎4
cPEN এ সবাই জয়েন হয়েছেন? আজকে ভিডিও দিবো ইংশা আল্লাহ।
Anonymous Poll
56%
Yes, Mining
36%
No. I am Not
9%
I want to join
❤14👍2👎2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🟣 চক্রান্ত যখন হবে মুসলমানদের বিরুদ্ধে তখন দুনিয়ার সব শয়তান এক হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক।
🟣 গুগল কিছুদিন আগেও জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী দেখালেও এখন দেখাচ্ছে ইসরাইলের রাজধানী।
🟣 এভাবে আস্তে আস্তে একটা দেশ ও জাতী সত্বাকে সবাই মিলে একসাথে ষড়যন্ত্র করে গিলে খাবার জন্যে উঠে পড়ে লেগেছে।
🟣 গুগলের ক্ষমতা যেহেতু গুগলের হাতে কতটুকু কাজ হবে জানিনা, জানার দরকারও নাই। শুধু আপনি আপনার ঈমানী দ্বায়িত্ব থেকে এ বিষয়ে গুগলকে একটা রিপোর্ট সাবমিট করে দিন যে আপনারা ভুল তথ্য পরিবেশন করতেছেন।
🟣 ভিডিওতে দেখানো হয়েছে কাজটি কিভাবে করবেন। যে কোন ব্রাউজারে ঢুকে গুগলে Jerusalem লিখে সার্চ করবেন।
✅ যে যতই ষড়যন্ত্র করুক না কেন সর্বশেষ বিজয় মুসলীমদের। তবে তার আগে আল্লাহ তার মনোনীত বান্দাহদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন, এটাই ।
🟣 গুগল কিছুদিন আগেও জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী দেখালেও এখন দেখাচ্ছে ইসরাইলের রাজধানী।
🟣 এভাবে আস্তে আস্তে একটা দেশ ও জাতী সত্বাকে সবাই মিলে একসাথে ষড়যন্ত্র করে গিলে খাবার জন্যে উঠে পড়ে লেগেছে।
🟣 গুগলের ক্ষমতা যেহেতু গুগলের হাতে কতটুকু কাজ হবে জানিনা, জানার দরকারও নাই। শুধু আপনি আপনার ঈমানী দ্বায়িত্ব থেকে এ বিষয়ে গুগলকে একটা রিপোর্ট সাবমিট করে দিন যে আপনারা ভুল তথ্য পরিবেশন করতেছেন।
🟣 ভিডিওতে দেখানো হয়েছে কাজটি কিভাবে করবেন। যে কোন ব্রাউজারে ঢুকে গুগলে Jerusalem লিখে সার্চ করবেন।
✅ যে যতই ষড়যন্ত্র করুক না কেন সর্বশেষ বিজয় মুসলীমদের। তবে তার আগে আল্লাহ তার মনোনীত বান্দাহদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন, এটাই ।
😢82❤60👍16👎7🎉1