CAKEcore মাইনিং এর KYC 10 তারিখে শেষ। যারা করেন নাই এখনও দ্রুত করে নেন।
❤11❤🔥3🐳1
Pools মাইনিং ব্যালেন্স। ৫ টা ১০ মাইনিং করার পরপরই আপনার ওয়ালেটে ট্রান্সফার করে নিতে ভুল করবেন না। যখন তখন আপনার মাইনিং একাউন্ট ব্যান হয়ে যেতে পারে। এ পর্যন্ত 30 হাজারেরও বেশী একাউন্ট ব্যান করা হয়েছে। যারা এখনও জয়েন করেন নাই, তারা নিচের পোষ্টটি চেক করুন। https://t.me/EarningStarPlus/3275
❤14👍4🎉2😢1🐳1
গ্রুপের মধ্যে প্রচুর স্ক্যামার ঢুকেছে। আজকেও এই ভাই স্ক্যামের স্বীকার হয়েছেন। পাই নিয়ে পরে আর টাকা পাননি। পরে আমাকে নক করেছেণ। আপনারা যারাই গ্রুপে বাই সেল করবেন নিজ দ্বায়িত্বে করবেন। ২ টাকা বেশী খাওয়ার লোভে পরে ধরা খেয়ে আমাকে নক করবেন না। অনেকে আমি সেজেও স্ক্যাম করতে পারে। মনে রাখবেন আমার একটিই নাম্বার হটসএপ +8801736601234
👍24❤2🐳1
Bitbama Mining । ওয়েব ভার্সন । তাদের কোন এপ নাই। সত্যি বলতে এই প্রজেক্ট আমার ততটা ভাল লাগে না। তারপরও চেক করার জন্য জয়েন করেছিলাম। যাহোক, আমি হয়ত এটা তে রেগুলার কাজ করতে পারবো না। আপনাদের যদি সময় থাকে তবে নিচের লিংক থেকে জয়েন হয়ে কাজ করতে পারেন: https://www.bitbama.io/signup?referralCode=Abu-Daud
👍13❤3😁3
কেও POOLS সেল দিয়েন না। ২০২৩ এর শেষের দিকে লিষ্টিং এর কথা বার্তা চলতেছে। সবাই বেশী বেশী করে মাইনিং করেন এবং হোল্ড করেন।
❤70👍11❤🔥3🔥3🎉2
Infinity Mining - এক নজরে আমার কাছে একটুও ভাল লাগে নাই।
এরপরে বলি - যতটুকু বোঝা যাচ্ছে এটি একটি ইন্ডিয়ান প্রজেক্ট।
তারা বলছে ব্লকচেইন কিন্ত এখনও তাদের ২ টি সাইটের কোনটাই রেডি না।
ওয়ার্ডপ্রেসে একটা সবে ইনষ্টল করে আবার আন ইনষ্টল করেছে। তারা হোষ্টিগারে হোষ্ট করেছে।
বলে রাখি হোষ্টিংগার ইন্ডিয়ার সবচেয়ে সহজলোভ্য ও জনপ্রিয় হোষ্টিং সাইট।
তারা ডোমেইন ও নিয়েছে Pro সেকশানের যার দাম বাংলা টাকায় ২৫০ টাকা।
আসল কথা হলো হোষ্টিং এর সাথে এটা ফ্রি তে পাইছে।
এই ছাতা মার্কা প্রজেক্টে আমি আমার সময় নষ্ট করবো না।
অনেকেই ইনব্কস করতেছেন তাই আপনাদের একটু জানায়া রাখলাম।
যদি আমার র্যাংকের কথা বলেন তবে এটার র্যাং ১০০ এর মধ্যে 15.
এই সব দূর্বল প্রজেক্টকে ভাইরাল করে দিয়ে এদেরকে মাথা তোলা আপনাদের কারও উচিৎ না।
তাহলে ভবিষ্যতে ব্যাঙের ছাতা ও আপনার মাথায় উঠে নাচবে।
পিকচারে প্রুভ দিছি, ইমেজগুলি ভাল করে লক্ষ করুন।
এরপরে বলি - যতটুকু বোঝা যাচ্ছে এটি একটি ইন্ডিয়ান প্রজেক্ট।
তারা বলছে ব্লকচেইন কিন্ত এখনও তাদের ২ টি সাইটের কোনটাই রেডি না।
ওয়ার্ডপ্রেসে একটা সবে ইনষ্টল করে আবার আন ইনষ্টল করেছে। তারা হোষ্টিগারে হোষ্ট করেছে।
বলে রাখি হোষ্টিংগার ইন্ডিয়ার সবচেয়ে সহজলোভ্য ও জনপ্রিয় হোষ্টিং সাইট।
তারা ডোমেইন ও নিয়েছে Pro সেকশানের যার দাম বাংলা টাকায় ২৫০ টাকা।
আসল কথা হলো হোষ্টিং এর সাথে এটা ফ্রি তে পাইছে।
এই ছাতা মার্কা প্রজেক্টে আমি আমার সময় নষ্ট করবো না।
অনেকেই ইনব্কস করতেছেন তাই আপনাদের একটু জানায়া রাখলাম।
যদি আমার র্যাংকের কথা বলেন তবে এটার র্যাং ১০০ এর মধ্যে 15.
এই সব দূর্বল প্রজেক্টকে ভাইরাল করে দিয়ে এদেরকে মাথা তোলা আপনাদের কারও উচিৎ না।
তাহলে ভবিষ্যতে ব্যাঙের ছাতা ও আপনার মাথায় উঠে নাচবে।
পিকচারে প্রুভ দিছি, ইমেজগুলি ভাল করে লক্ষ করুন।
❤22👍14🎉1🐳1
EarningSTAR কমিউনিটির যারা এডমিন আছেন, তাদের দৃষ্টি আকর্শন করছি। অক্ষরের নাম দিয়ে যেমন ১২৩৪, অথবা কোন Buy sell, অতবা চাইনিজ ভাষায় কোন নাম থাকলে, অথবা হ্যাকার শব্দ দিয়ে কোন নাম, এরকম কোন আইডি এপ্রুভ দিবেন না। ন্যাচারাল নাম দেখলে তবেই শুধু এপ্রুফ দিবেন। অন্যথায় না। এছাড়াও যাদেরকে ব্যান করবেন, তার আগে স্ক্রিণশটগুলি নিবেন এবং আমাকে হটসএপ করবেন। কারণ অনেকেই এখন আমাকে ইনবক্স করে সাধু সেজে আবার আনলক করে নিচ্ছে আমাকে দিয়ে, বাট আমি জানি তারা অধিকাংশই দোষি, খালি খালি আমার এডমিনগন তাদেরকে ব্লক করে নাই। তাই প্রমান স্বরুপ সকল এডমিন একটু কষ্ট হলেও কাজটুকু করে দিবেন। ধন্যবাদ।
❤52👍17😁7🐳1