আমার ওয়াইফাই। কাল দুপুরে বেড়াতে গেছে এখনো আসে নাই। যারা ইনবক্স করেছেন কাইন্ডলি অপেক্ষা করবেন।
😁28👍8😢7🐳2
ANTTIME মাইনিং অফার। ১ ঘন্টা পর পর মাইনিং করা আমার দ্বারা সম্ভব না। তাই জয়েন হই নাই, শেয়ারও করার ইচ্ছা নাই। প্রজেক্ট মোটামুটি। আপনার ইচ্ছা থাকলে অন্য কারও রেফারে কাজ করুন। ধন্যবাদ।
❤20👍6❤🔥1🐳1
ICE মাইনিং ৭ জুলাই থেকে অফিশিয়াল বা পারমানেন্ট হবার কথা। দেখা যাক। মাইনিং করে যান। ডেট ভুল থাকলে ভুলে যান।
❤19👍2🐳1
Maticforce নামে একটি প্রজেক্ট এসেছে। ম্যাটিক দিয়ে জয়েন হতে হয়। অনেকেই আমাকে জয়েন করাই দিতে চাইছেন ম্যাটিক দিয়ে। কিন্ত আমার এই প্রজেক্টে কাজ করার কোন ইচ্ছা নাই। তাই অনুগ্রহ করে আর কেও এ বিষয়ে কোন রিকয়েস্ট করবেন না।
👍25👌3😢1🐳1
এসব আমার করার ইচ্ছা নাই। তাই মাফ চাই। রিকোয়েস্ট দিয়েন না।
👌13👍8❤2
Earning STAR
💥 GT Token Airdrop 💥 🟣 টিকটকের মত এপ। প্রতিদিন ভিডিও দেখে ইনকাম করা যাবে। প্রজেক্ট ভাল আছে। দ্রুত জয়েন করে নেন। বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো। ✅ App: 👉 https://play.google.com/store/apps/details?id=com.gee.wiki ✅ Sponsor ID: [Click to Copy]. 👉 0x1B0A ✅…
GEE মাইনিং ৩০ মিনিটের যায়গা এখন ১৫ মিনিট। রিওয়ার্ডসও হাফ করে দেওয়া হয়েছে। কেও মিস দিয়েন এটা।
❤14😢2🐳1
CATLY প্রজেক্ট টি শুরু থেকেই বাদ রেখেছিলাম বেশ কিছু সন্দেহজনক কারণে। পরবর্তীতে কিছু বিষয়ের উন্নতী দেখে ভিডিও দিয়েছিলাম। যদিও এখনও ইউটিউবে ভিডিও থাকলে আমার ইনকাম হবে। কিন্ত এমন ইনকাম আমার দরকার নেই। রিসেন্টলি আরও কিছু সমস্যা এই প্রজেক্টের মধ্যে আমার সামনে এসেছে। যার ফলে আমি জয়েনিং ভিডিও ও তথ্য ডিলেট করে দিলাম। আগেও বলছি ইনভেস্ট কেও কইরেন না, আবারও বলছি কেও ইনভেস্ট কইরেন না। সাবধানে থাকেন। ভাল থাকেন।
❤57👍8💔5👌4
Earning STAR
♻️ ICE Network Mining ♻️ ✅ App Install: 👉 https://play.google.com/store/apps/details?id=io.ice.app ✅ Invitation code: [Touch to Copy]. 👉 d1234 ✅ Tutorial: 👉 https://youtu.be/u876OhTLvAM ✅ All Mining Apps: 👉 https://bestminingapp.com/ ✅ Follow Twitter…
ICE Officially LIVE Now. Start Mining....
❤🔥16👍2🔥2🐳1