Prodox এর ভিডিও কাল দিবো ইংশা আল্লাহ। তবে আমার আর মাইনিং করার ইচ্ছা নাই। যা করছি তাতেই মনে হচ্ছে সময় নষ্ট যথেষ্ঠ হয়েছে।
❤17😁15😢8👍4
প্রিমিয়াম গ্রুপের জন্য আজকে বিগ একটা প্রজেক্ট নিয়ে ৩৫ মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হবে। সত্যি বলছি, যারা প্রিমিয়াম গ্রুপে নাই তারা অনেক কিছুই মিস করছেন। প্রিমিয়াম গ্রুপ বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাকে হটসএপে নক করতে পারেন। রাত্রে আপনাদের জন্য ভিডিও আসবে Nova KYC নিয়ে। ধন্যবাদ সবাইকে।
😁49❤21👍7😢6❤🔥2
আমার ওয়াইফাই। কাল দুপুরে বেড়াতে গেছে এখনো আসে নাই। যারা ইনবক্স করেছেন কাইন্ডলি অপেক্ষা করবেন।
😁28👍8😢7🐳2
ANTTIME মাইনিং অফার। ১ ঘন্টা পর পর মাইনিং করা আমার দ্বারা সম্ভব না। তাই জয়েন হই নাই, শেয়ারও করার ইচ্ছা নাই। প্রজেক্ট মোটামুটি। আপনার ইচ্ছা থাকলে অন্য কারও রেফারে কাজ করুন। ধন্যবাদ।
❤20👍6❤🔥1🐳1
ICE মাইনিং ৭ জুলাই থেকে অফিশিয়াল বা পারমানেন্ট হবার কথা। দেখা যাক। মাইনিং করে যান। ডেট ভুল থাকলে ভুলে যান।
❤19👍2🐳1
Maticforce নামে একটি প্রজেক্ট এসেছে। ম্যাটিক দিয়ে জয়েন হতে হয়। অনেকেই আমাকে জয়েন করাই দিতে চাইছেন ম্যাটিক দিয়ে। কিন্ত আমার এই প্রজেক্টে কাজ করার কোন ইচ্ছা নাই। তাই অনুগ্রহ করে আর কেও এ বিষয়ে কোন রিকয়েস্ট করবেন না।
👍25👌3😢1🐳1
এসব আমার করার ইচ্ছা নাই। তাই মাফ চাই। রিকোয়েস্ট দিয়েন না।
👌13👍8❤2